ফতেয়াবাদে গরীব-দুঃখীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ
সুব্রত মজুমদার (চট্টগ্রাম প্রতিনিধি): ২২ এপ্রিল (বুধবার) সকাল ১১টায় ফতেয়াবাদে করোনা ভাইরাস প্রাদূর্ভাব এর কারণে
গৃহবন্দী ২৫০০ পরিবারের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা মোতাবেক আওয়ামীলীগ নেতা আলহাজ্ব নাসের আহমদ সার্বিক সহযোগিতার সমন্বয়ে খাদ্য সামগ্রী বিতরন করা হয়। নাসের আহমেদ বলেন, এলাকা যুবলীগ ও ছাএলীগের কর্মীরা রাতদিন পরিশ্রম করে খাদ্য সামগ্রী সকলে হাতে তুলে দেয়ার জন্য কাজ করছে। উল্লেখ্য প্রতিটি এাণ প্যাকেটে ৫ কেজি চাল, ১ লিটার তৈল, ২ কেজি পিয়াজ,২ কেজি আলু, ১কেজি চনা ডাইল, ১কেজি মসুর ডাল রয়েছে। খাদ্য সামগ্রী বিতরনকালে উপস্হিত
ছিলেন যুবলীগ নেতা মোঃ সাজ্জাদ হোসেন, আকতার হোসেন খোকা, এম এ রাসেল, মোঃ আলতাফ, ইয়াছিন আহমদ, মোঃ মিন্টু, মোঃ সুজন, কে এম জিহান, মোঃ আরিফ, মোঃমহিউদ্দিন, মোঃ মেজবাহ, শাফায়েত মজুমদার, রাহী, মেহেরাজ, মোঃ আকিব, মোঃ তূরাগ,মোঃ আজিজ নাহিয়ান প্রমুখ।