চবি ছাত্রলীগ নেত্রী জান্নাতুন নাইম জেরীর উপহার সামগ্রী বিতরণ।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রতিটা নেতা-কর্মী যার যার অবস্থান থেকে অসহায় মানুষের সহযোগিতায় কাজ করছেন।এরি ধারাবাহিকতায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের পরিচিত জান্নাতুন নাইম জেরী তাঁর ব্যাক্তিগত উদ্যোগে ৫০ টি পরিবারে উপহার সামগ্রী বিতরণ করেন। তিনি পতেঙ্গা এলাকায় এসব উপহার সামগ্রী বিতরণ করেন। ছাত্রলীগ নেত্রী জেরীর কাছে জানতে চাইলে তিনি বলেন,আমি আমার সাধ্যমত কিছু মানুষের মুখে হাসি ফুটানোর চেষ্টা করেছি মাত্র। আমার মনে হয় আমরা সবাই যদি আমাদের পার্শ্ববর্তী অসহায় মানুষের পাশে দাঁড়ায় তাহলে মানুষের কিছুটা হলেও উপকার হবে।তাই আমাদের উচিত সবাইকে এগিয়ে আসা। তিনি আরও বলেন মানুষ হিসেবে যদি মানুষের উপকারে না আসতে পারি তাহলে আমাদের জন্মটাই বৃথা। সেই তারণা থেকেই আমি আমার সামর্থ্য অনুযায়ী কিছু করতে চেয়েছি। সমগ্র দেশেই বাংলাদেশ ছাত্রলীগের কর্মীরা করোনা প্রাদুর্ভাবের শুরু থেকেই কাজ করে যাচ্ছে।যদিও অন্যান্য ছাত্র সংগঠন গুলোর ভুমিকা নিরব।।