খুলশী থানা ছাত্রলীগের উদ্দ্যেগে খাদ্যে-সমাগ্রী বিতরণ
সাকিব আহমেদ নাবীন (চট্টগ্রাম প্রতিনিধি): মহামারী করোনা ভাইরাসের কারণে যে সকল পরিবার কষ্টে দিন কাটাচ্ছে সেসকল পরিবারের কথা চিন্তা করে চট্টগ্রাম ১০ আসনের সম্মানিত সংসদ সদস্য শ্রদ্ধাভাজন ডাঃআফছারুল আমিন এমপির নির্দেশে মহানগর যুবলীগের সদস্য শ্রদ্ধাভাজন জনাব মশিউর রহমান দিদার ও ওমরগণি এম ই এস বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগ/ছাত্রসংসদের সম্মানিত ভিপি শ্রদ্ধাভাজন জনাব ওয়াসিম উদ্দিন চৌধুরী ভাইয়ের পক্ষ হতে, ছাত্রলীগ নেতা মোহাম্মদ সাদমান ও রবিউল ইসলাম তুহিনের উদ্দ্যেগে খাদ্যে-সামগ্রী বিতরণ কর্মসূচীর ধারাবাহিকতায় আজও ৫০০ পরিবারের মাঝে কাঁচা সবজি সামগ্রী বিতরণ করে খুলশী থানা ছাত্রলীগের নেতৃবৃন্দ।

এসময় উপস্হিত ছিলেন খুলশী থানা ছাত্রলীগ নেতা, মো:রাকিব,মানিক শেখ মুরাদ,মো: ইসমাইল, এম ই এস কলেজ ছাত্রলীগ নেতা তৈয়ব হোসেন মুন্না, সিটি কলেজ ছাত্রলীগ নেতা আবরার কবির ফাহিম ও স্নেহের অনুজ মো. শাহীন,আলামিন,ফাহিম,জিসান সহ প্রমুখ