আমাদের মাতৃভূমি সন্দ্বীপ গ্রুপের পক্ষ হতে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষদের মাঝে খাদ্য বিতরণ।
মোত্তাকিন মাহমুদ (সন্দ্বীপ প্রতিনিধি) : আলহামদুলিল্লাহ ” আমাদের সবার প্রিয় গ্রুপ আমাদের মাতৃভূমি সন্দ্বীপ গ্রুপের পক্ষ হতে আজ প্রথমধাপে ৯০ পরিবারের মাঝে রাতের আঁধারে পোঁছে দেওয়া হয় ভালোবাসা
আমাদের মাতৃভূমি সন্দ্বীপ গ্রুপের এডমিন সাদমান সামি ভাই বলেন: আমরা চেষ্টা করেছি, মধ্যবিত্ত, প্রতিবন্ধী, বিধবা, বেকার ছাত্র যারা টিউশন করে পরিবার চালাই, তাদের নিকট আমাদের এই সামান্য ভালোবাসা টুকু পৌঁছে দিতে
আমাদের দেওয়া উপহারের মাঝে ছিলো!
চাউল – ১৫ কেজি
আলু – ৫ কেজি
মসুর ডাউল – ১ কেজি
পেয়াজ- ১ কেজি
তেল – ১ লিটার
লবন – ১ কেজি
ইনশাআল্লাহ আমাদের কার্যক্রম চলমান রাখার চেষ্টা করবো!
সব সময়ের মতো যারা আমাদের পাশে দাঁড়িয়েছেন আপনাদের প্রতি অশেষ কৃতজ্ঞতা, শ্রদ্ধা আর ভালোবাসা রইলো!
ভালোবাসা যারা আমার সাথে আজ দুইদিন শারীরিক ভাবে শ্রম দিয়েছেন
দেশের এই ক্রান্তিলগ্নে আমাদের সবার উচিত আমাদের সমাজে যারা খারাপ সময় অতিবাহিত করছে, উনাদের পাশে দাঁড়ানো সাধ্যমতো!
কথা দিচ্ছি আমাদের মাতৃভূমি সন্দ্বীপ যে কোন পরিস্থিতি তে সন্দ্বীপবাসীর সাথে থাকবে সব সময় ইনশাআল্লাহ!