

মো: শাকিল শেখ,সাভার প্রতিনিধি:ঢাকার ধামরাই সরকারি কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটিতে মো. ফাহাদকে আহ্বায়ক ও মো.সাইখ ইসলাম বিপুলকে সদস্য সচিব করে ঘোষণা করেছে ঢাকা জেলা ছাত্রদল (উত্তর)। এছাড়াও ১নং সিনিয়র যুগ্ম আহ্বায়ক হয়েছেন মো.মোর্শেদ শিকদার।
শুক্রবার (২২ আগস্ট) সকালে ধামরাই সরকারি কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক মো.ফাহাদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। এরআগে বুধবার (২০ আগস্ট) ৪৫ সদস্যের এ কমিটির অনুমোদন করেন ঢাকা জেলা ছাত্রদল উত্তরের সভাপতি মোহাম্মদ তমিজ উদ্দিন ও সাধারণ সম্পাদক মাহফুজ ইকবাল।
ঢাকা জেলা ছাত্রদল উত্তরের সভাপতি মোহাম্মদ তমিজ উদ্দিন জানায়, সম্মেলনের মাধ্যমে আগামী ৪৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন করা হলো।
উল্লেখ্য, আহ্বায়ক মো.ফাহাদ হিসাব বিজ্ঞান বিভাগের (২০১৭-২০১৮) সেশনের শিক্ষার্থী এবং সদস্য সচিব মো.সাইখ ইসলাম বিপুল ব্যাচেলর অফ বিজনেস স্টাডি বিভাগের (২০২২-২০২৩) সেশনের শিক্ষার্থী।