মারুফ আহম্মেদ শুভর অর্থায়নে খাদ্য সামগ্রী বিতরন
মোঃ ফায়েল মাহামুদ (সন্দ্বীপ প্রতিনিধি): মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য। বর্তমান সারা বিশ্ব করোনা ভাইরাসে আক্রান্ত যার কারণে সব-দেশের সরকার তার দেশের জনগনকে নিরাপদ ও ভাইরাস মুক্ত রাখতে লক-ডাউন ঘোষনা করেন। ঠিক তার নিয়ম অনুসারে বাংলাদেশ সরকার জননৈএী শেখ হাসিনাও দেশের জনগনকে নিরাপদ রাখতে লক-ডাউন ঘোষনা করেন এবং দেশের জনগনকে খাদ্য সামগ্রী বিতরণের ঘোষনা দেন। ঠিক এই সময় আমাদের সন্দ্বীপ ও লক ডাউনের আওতায় যার কারণে অসহায় ও দরিদ্র পরিবার তিন বেলা খেতে কষ্টকর হইয়ে পড়ছে । ঠিক এসময়ে মানবতার কাজে ও অসহায় মানুষের পাশে এসে দাঁড়ায়ছেন সন্দ্বীপ উপজেলা ছাএলীগের এাণ ও দুর্যোগ বিষয়ক উপ সম্পাদক মারুফ আহম্মেদ শুভ। তার নিজস্ব অর্থায়নে আজ কালাপানিয়া ৫৬ পরিবারকে খাদ্য সামগ্রী বিতরণ করেন। বিতরণে খাদ্য সামগ্রী ছিল ৮ কেজি চাউল ২ কেজি আলু ১ কেজি ঢাউল ১ কেজি তৈল ১ কেজি পিয়াজ ধন্যবাদ মারুফ আহম্মেদ শুভ কে অসহায় ও দরিদ্র পরিবারের পাশে থাকার জন্য।