

সৈয়দ আব্দুস সালাম পান্না, সাতক্ষীরা : জলবায়ু পরিবর্তন ও নারীর সহিংসতা প্রতিরোধে বার্ষিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (২১ আগস্ট) সকালে লিডার্স এর আয়োজনে, মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ) ও এম্বাসী অব সুইডেন এর সহযোগিতায় সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কমিউনিটি ভিত্তিক জলবায়ু সহনশীলতা ও নারী ক্ষমতায়ন কর্মসূচি (সিআরইএ) প্রকল্প এর আওতায় জলবায়ু পরিবর্তনের প্রভাব ও নারীর সহিংসতা প্রতিরোধে করণীয় শীর্ষক উক্ত বার্ষিক সংলাপ অনুষ্ঠিত হয়। বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মোস্তাক আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক বিষ্ণুপদ পাল, জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ পরিচালক সন্তোষ কুমার নাথ, মহিলা বিষয়ক অধিদপ্তর সাতক্ষীরার উপ পরিচালক নাজমুন নাহার, চেয়ারম্যান গাবুরা ইউনিয়ন পরিষদ জি এম মাসুদুল আলম, চেয়ারম্যান বুড়ীগোয়ালিনী ইউনিয়ন পরিষদ হাজী মোহাম্মদ নজরুল ইসলাম, জেলা এডভোকেসী ফোরাম এর সদস্যবৃন্দ, শ্যামনগর উপজেলা জেন্ডার সমতা জলবায়ু জোটের সদস্যবৃন্দ, লিডার্স এর ডিরেক্টর ফিন্যান্স এন্ড অপারেশন পিন্টু কুমার দত্ত, প্রজেক্ট অফিসার সুলতা রানী সাহা, ফিনান্স এন্ড এডমিন অফিসার রিচার্ড হালদার প্রমুখ।
অনুষ্ঠানে গাবুরা ও বুড়ীগোয়ালিনী ইউনিয়ন-এর উপকারভোগীরা তাদের সমস্যার কথা তুলে ধরেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি সমস্যার কথা শুনেন এবং সমাধানের প্রতিশ্রুতি প্রদান করেন।
অনুষ্ঠানে প্রেজেন্টেশন উপস্থাপন করেন প্রজেক্ট কো-অর্ডিনেটর সুব্রত অধিকারী।