জমি জবরদখলের অভিযোগে সাংবাদিক সম্মেলনে, বিচার দাবি কর্মকার পরিবারের

Share the post

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ ইয়াসিন আরাফাত : চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রামকৃষ্ণপুর মৌজায় কেনা জমি জবরদখলের অভিযোগ তুলে সাংবাদিক সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবার। বৃহস্পতিবার দুপুরে শহরের একটি প্রেসক্লাবে এ সম্মেলনের আয়োজন করেন ভুক্তভোগী শ্রী সন্তোষ কর্মকার।

লিখিত বক্তব্যে তিনি জানান, তার কেনা প্রায় নয় শতক জমির মধ্যে ১ দশমিক ৬৫ শতক বিক্রি করলেও অবশিষ্ট অংশ প্রতিপক্ষ প্রায় এক বছর ধরে অবৈধভাবে দখল করে রেখেছে। জমি ফেরত চাইতে গেলে তারা হামলার শিকার হয়েছেন বলেও অভিযোগ করেন তিনি।

তিনি বলেন, গত ১০ ফেব্রুয়ারি বিকেল ৩টার দিকে ওই জমিতে গেলে প্রতিপক্ষের লোকজন তাকে মারধর করে। এ সময় ছোট ভাই সুমন কর্মকার এগিয়ে আসলে তাকে হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্র দিয়ে হামলা চালানো হয়। এতে তিনি গুরুতর আহত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন। তার মাথায় ২২টি সেলাই দিতে হয়। এ ঘটনার প্রমাণস্বরূপ চিকিৎসার কাগজপত্র ও ছবি রয়েছে বলেও দাবি করেন সন্তোষ কর্মকার।

তিনি আরও জানান, জমি নিয়ে বিরোধের জেরে গত বছরের ১৭ সেপ্টেম্বর স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে এক সালিশ বৈঠক হয়। সালিশে সিদ্ধান্ত হলেও প্রতিপক্ষ তা মানেনি এবং এখনও জমি অবৈধভাবে দখল করে রেখেছে। ফলে তিনি একদিকে সম্পত্তি বঞ্চিত, অন্যদিকে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

সন্তোষ কর্মকার অভিযোগ করেন, প্রতিপক্ষ সুফল কর্মকারের ছেলে সাধন কর্মকারের নেতৃত্বে বাঘু কর্মকার, নিতাই কর্মকার ও কৃষ্ণ কর্মকার নিয়মিত হুমকি দিয়ে যাচ্ছেন। তিনি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে সাংবাদিকদের মাধ্যমে বিষয়টি জাতির সামনে তুলে ধরার আহ্বান জানান।

জমির সুনির্দিষ্ট বিবরণ দিয়ে তিনি জানান, চাঁপাইনবাবগঞ্জ সদর থানার রামকৃষ্ণপুর মৌজার খতিয়ান নং– ২৩৩২, ১৮৮৫ ও ১২২৮, দাগ নং– ৬০৮-এর জমির মালিক তিনি।সাংবাদিক সম্মেলনে  উপস্থিত ছিলেন শ্রী সুমন কর্মকার, শ্রী জয়দেব কর্মকার এবং স্থানীয় আকরাম আলী।

তিনি এ ঘটনায় সন্ত্রাসীদের মুখোশ উন্মোচন ও ন্যায্য অধিকার ফিরে পাওয়ার জন্য প্রশাসনসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

নবীগঞ্জে সিএনজি পাম্পে বিস্ফোরণ, পুড়ল ১০টি সিএনজি ও একটি বাস, দগ্ধ ৬

Share the post

Share the post‎স্বপন রবি দাশ, হবিগঞ্জ প্রতিনিধি : ‎হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় ঢাকা সিলেট মহাসড়ক আউশকান্দি একটি সিএনজি গ্যাস ফিলিং স্টেশনে বিস্ফোরণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০টি সিএনজি অটোরিকশা ও একটি যাত্রীবাহী বাস পুড়ে গেছে। দগ্ধ হয়েছেন ৬ জন। ‎ ‎ঘটনাটি ঘটেছে আজ বৃহস্পতিবার সকাল ৬টার দিকে নবীগঞ্জ উপজেলার আউশকান্দি এলাকায় অবস্থিত একটি সিএনজি ফিলিং […]

এই প্রথম নেত্রকোনার আটপাড়ায় ইটের বিকল্প “শাহ সুলতান ইকো ব্লক”

Share the post

Share the postসোহেল খান দুর্জয়, নেত্রকোণা : নেত্রকোণার আটপাড়া উপজেলায় পরিবেশবান্ধব নির্মাণ সামগ্রী ইকো ব্লক থেকে তৈরি করা শুরু হয়েছে। প্রচলিত পোড়া ইটের বিকল্প হিসেবে এই ব্লক ব্যবহার ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছে।পুনর্ব্যবহারযোগ্য উপকরণ এবং নির্মাণ বর্জ্য থেকে তৈরি করা হয়। এখানে ৪ ধরনের ব্লক তৈরি করা হয়। আটপাড়া উপজেলার স্বরমুশিয়া ইউনিয়নের রূপচন্দ্রপুর কবরস্থানে পাশে “শাহ […]