

সৈয়দ আব্দুস সালাম পান্না, সাতক্ষীরা : সাতক্ষীরা পাটকেলঘাটা থানার যুগীপুকুরিয়া গ্রামের মাজেদ সরদারের মেয়ে সুরাইয়া আক্তার রিপাসহ দুই সন্তান রেখে মারা যান স্বামী। তখন থেকেই শুরু রিপার সংগ্রামী জীবন। ছেলে হাফেজী, মেয়ে পড়ছে ক্লাস সেভেনে। গার্মেন্টসের কাজ করে সন্তানদের ভরণপোষণ চালাচ্ছে সুরাইয়া আক্তার রিপা। এটি শুধু সাহসই নয়, অনুপ্রেরণার এক অনন্য দৃষ্টান্ত।
সংগ্রামী নারী সুরাইয়া আক্তার রিপার গলায় হঠাৎ সমস্যা দেখা দেওয়ায় মানবিক ব্যক্তিত্ব সহকারী অধ্যাপক (ইউরোলজি) ডাঃ আব্দুস সালাম, নাক-কান-গলা বিশেষজ্ঞ লেঃ কর্নেল অধ্যাপক ডাঃ আব্দুল্লাহ হেল কাফির সহায়তায় ১৯ আগষ্ট সফলভাবে অপারেশন সম্পন্ন হয়েছে। রাজধানীর ইবনে সিনা মেডিকেল কলেজ ও হাসপাতালের নাক-কান-গলা বিভাগে বর্তমানে চিকিৎসাধীন।
এই মানবিক কাজে ইবনে সিনা হাসপাতালের ইলিয়াস আহমেদ সহযোগিতা করেছেন। তার প্রতি কৃতজ্ঞ জানিয়েছেন পাটকেলঘাটা থানা সমিতি। পাটকেলঘাটা থানা সমিতি ঢাকা ২০১৮ সাল থেকে মানবিকতা ও সহমর্মিতা নিয়ে গরীব অসহায় মানুষদের পাশে দাঁড়িয়ে আসছে।