সাতক্ষীরায় র‌্যাবের অভিযানে অস্ত্র, বিস্ফোরক ও নারী ও শিশু নির্যাতনসহ ১১ মামলার জেলা পলাতক আসামী সাইফুল গ্রেপ্তার

Share the post
সৈয়দ আব্দুস সালাম পান্না, সাতক্ষীরা : সাতক্ষীরা শহরের চালতেতলা এলাকা থেকে অস্ত্র, বিস্ফোরক ও নারী ও শিশু নির্যাতনসহ ১১ মামলার জেলা পলাতক আসামী সাইফুল ইসলামকে গ্রেপ্তার করেছে র‌্যাব।
র‌্যাব-৬ এর সাতক্ষীরা ক্যাম্পের একটি আভিযানিক দল বুধবার (২০ আগস্ট) দুপুরে শহরের চালতেতলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত সাইফুল ইসলাম (৩৩) সাতক্ষীরা শহরের ইটাগাছা এলাকার আব্দুল জলিলের পুত্র।
র‌্যাব-৬ এর সাতক্ষীরা ক্যাম্পের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রেজাউল হক বিষয়টি নিশ্চিত করেছেন।র‌্যাব জানায়, আসামি সাইফুল ইসলাম (যার হাজতি নং-২৬৭৪/২৪) অস্ত্র, বিস্ফোরক ও নারী ও শিশু নির্যাতনসহ সর্বমোট ১১ টি মামলায় অভিযুক্ত হয়ে সাতক্ষীরা জেলা কারাগারের অন্তরীণ ছিলেন। উক্ত হাজতী গত ৫ আগষ্ট ২০২৪ তারিখ বিকালে ছাত্র জনতার সফল অভ্যুথানের সময় সাতক্ষীরা জেলা কারাগারে জেল রক্ষীদেরকে মারপিট করে জেল গেটের তালা ভেঙে কারাগার হতে পলায়ন করেন এবং অন্যান্য আসামিদেরকে পলায়নে সহায়তা করেন। উক্ত আসামিগণ সাতক্ষীরা জেলা কারাগার থেকে বের হয়ে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে পেট্রোল বোমা, ককটেল, দাহ্য পদার্থ ব্যবহারসহ দাঙ্গা ও সন্ত্রাসী কার্যক্রমের মাধ্যমে জেলা কারাগারের ভিতরে ভাংচুর করেন ও আগুন জালিয়ে দিয়ে জেলা কারাগারের সকল নথিপত্রসহ বিপুল পরিমাণ সরকারি সম্পদ ক্ষতি সাধন করেন এবং কারাগারের জিনিসপত্র লুটপাট করে নিয়ে যান। এরপর কারাগার থেকে বের হয়ে সাতক্ষীরা জেলার বিভিন্ন এলাকায় নাশকতামূলক কার্যক্রম করেন। এ সংক্রান্ত সাতক্ষীরা সদর থানায় তার বিরুদ্ধে একটি নাশকতা মামলা রয়েছে। এক পর্যায়ে গোপন সংবাদের ভিত্তিতে আজ বুধবার দুপুরে শহরের চালতেতলা এলাকা তাকে গ্রেপ্তার করা হয়।
র‌্যাব-৬ এর সাতক্ষীরা ক্যাম্পের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রেজাউল হক বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত আসামিকে সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

সাতক্ষীরায় জলাবদ্ধতার প্রধান কারণ অপরিকল্পিত মৎস্য ঘের

Share the post

Share the postসৈয়দ আব্দুস সালাম পান্না, সাতক্ষীরা : সাতক্ষীরা ব্রহ্মরাজপুর ইউনিয়নের মাছখোলা, শাল্যে, বেড়াডাঙ্গী, তালতলা, কুন্দরডাঙ্গা, খেজুরডাঙ্গা ও আমতলা গ্রাম এখন পানির নিচে। বর্ষা মৌসুমে অপরিকল্পিতভাবে বাঁধ দিয়ে মৎস্য ঘের নির্মাণ করায় জলাবদ্ধতা সৃষ্টি হয়ে হাজারো মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। ভুক্তভোগীরা জানান, প্রভাবশালী ঘের মালিকেরা পানি নিষ্কাশনের প্রাকৃতিক পথ বন্ধ করে দেওয়ায় বছরের পর […]

জমি জবরদখলের অভিযোগে সাংবাদিক সম্মেলনে, বিচার দাবি কর্মকার পরিবারের

Share the post

Share the postচাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ ইয়াসিন আরাফাত : চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রামকৃষ্ণপুর মৌজায় কেনা জমি জবরদখলের অভিযোগ তুলে সাংবাদিক সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবার। বৃহস্পতিবার দুপুরে শহরের একটি প্রেসক্লাবে এ সম্মেলনের আয়োজন করেন ভুক্তভোগী শ্রী সন্তোষ কর্মকার। লিখিত বক্তব্যে তিনি জানান, তার কেনা প্রায় নয় শতক জমির মধ্যে ১ দশমিক ৬৫ শতক বিক্রি করলেও অবশিষ্ট অংশ প্রতিপক্ষ […]