হবিগঞ্জে সরকারি মাধ্যমিক শিক্ষকদের মানববন্ধন
স্বপন রবি দাশ, হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের নবম গ্রেডে এন্ট্রি পদ ও চার স্তরের একাডেমিক পদসোপানের দাবিতে মানববন্ধন করেছেন জেলার শিক্ষকরা।
বুধবার (২০ আগস্ট) বেলা ১১টায় শহরের কোর্ট মসজিদের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধনের আয়োজন করা হয়। এতে জেলার বিভিন্ন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন সিনিয়র শিক্ষক আবু ইসহাক চৌধুরী, সহকারী শিক্ষক শংকর চন্দ্র দেব, মোহাম্মদ নজির মিয়া, সৈয়দ মোশাররফ আলী, মো. মাহফুজুর রহমান ও বেনজীর আহমেদ শাওনসহ অনেকেই।
বক্তারা বলেন, “সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নবম গ্রেড বাস্তবায়ন আমাদের ন্যায্য অধিকার। এ পদটি বর্তমানে চরম বৈষম্যের শিকার। দেশের শিক্ষাব্যবস্থার মানোন্নয়নে আমরা নিবেদিত থাকলেও পেশাগত মর্যাদায় পিছিয়ে রয়েছি।”
তারা আরও বলেন, শিক্ষক সমাজের দীর্ঘদিনের দাবি হচ্ছে- সহকারী শিক্ষক পদে নবম গ্রেডে এন্ট্রি নিশ্চিত করা এবং পর্যায়ক্রমে চার স্তরের একাডেমিক পদসোপান চালু করা। এ দাবিগুলো বাস্তবায়ন হলে শিক্ষকদের পেশাগত সম্মান যেমন বাড়বে, তেমনি শিক্ষার মানও উন্নত হবে।হবিগঞ্জে মানববন্ধন শেষে শিক্ষক প্রতিনিধিরা জেলা প্রশাসকের (ডিসি) বরাবর স্মারকলিপি জমা দেন।