

আবুল হাশেম,ধোবাউড়া,ময়মনসিংহ: ময়মনসিংহের ধোবাউড়ায় মানবাধিকার ও প্রাকৃতিক সম্পদ সুরক্ষা বিষয়ে স্থানীয় সরকারি কর্মকর্তাদের সাথে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে প্রতিবন্ধী কমউিনিটি সেন্টারের আয়োজনে বুধবার সকালে উপজেলা পরিষদ হলরুমে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জল হোসেন, মৎস্য কর্মকর্তা দৌলত উল্লাহ মুরাদ,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বেগম শাহীন, যুব উন্নয়ন কর্মকর্তা আনিছুর রহমান, প্রাথমিক শিক্ষা অফিসার আলী সিদ্দিক, মহিলা বিষয়ক কর্মকর্তা সাজেদা আরেফিন, পিসিসি উপজেলা সমন্বয়কারী সুকান্ত, ধোবাউড়া প্রেসক্লাবের সাধারন সম্পাদক আবুল হাশেমসহ প্রমুখ।