নরসিংদীতে দোকান কর্মচারীর হাতে অপর দোকান কর্মচারী খুন

Share the post
আশিকুর রহমান নরসিংদী : নরসিংদীর হাজীপুরে পূর্বশত্রুতার জের ধরে এক দোকান কর্মচারীকে প্রকাশ্যে গলাকেটে হত্যা করেছে অপর আরেক দোকানচারী।বুধবার (২০ আগষ্ট) সকাল সাড়ে ১০ টার দিকে সদর উপজেলার হাজীপুরে বৌবাজার এলাকার মদিনা ওয়ার্কশপের সামনে এই হত্যার ঘটনা ঘটে।
নিহত মোজাম্মেল (৩০) রায়পুরা উপজেলার চরসুবুদ্ধি ইউনিয়নের বল্লবপুর গ্রামের চাঁন মিয়ার ছেলে। সে হাজীপুরের মধ্যপাড়া গ্রামের খোকন মিয়ার বাড়িতে ভাড়া থাকতেন এবং সিএন্ডবি রোডের চৌধুরী মার্কেটের একটি কাপড়ের দোকানের কর্মচারী ছিলেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সকাল সাড়ে ১০ টার দিকে হাজীপুরের মদিনা ওয়ার্কশপের সামনে মোজ্জাম্মেল দাড়িয়ে অবস্থান করছিলেন, সে সময় কাউছার মিয়া ও রাকিব নামে দুইজন তার পথরোধ করে দাড়াঁন। কিছু বুঝে ওঠার আগেই কাউসারের হাতে থাকা দা দিয়ে মোজাম্মেলের ঘাড়ে কোপ দিয়ে দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহত অবস্থায় মোজাম্মেলকে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।
মার্কেট সূত্রে জানা যায়, নিহত মোজাম্মেল ও কাউসার উভয়ই একই মার্কেটের শামীম মিয়া ও সুমন মিয়ার দোকানের কর্মচারী। দোকান দুইটি পাশাপাশি হওয়ায় তারা একে অপরের পরিচিত। গত ২/৩ আগে দোকানে পানি ছিটানো কে কেন্দ্র করে তাদের মাঝে বাক-বিতন্ডার সৃষ্টি  হয়। এ থেকেই তাদের দুইজনের মধ্যে মনোমালিন্যের সৃষ্টি হয়েছিলো।
নিহতের বাবা চাঁন মিয়া বলেন, আমার ছেলে সিএন্ডবি রোড়ের একটি দোকানে কাজ করেন। আজ সকাল দশটার দিকে সে বাড়ি থেকে বের হয়। তার কাছ থেকে কেও কোন টাকা-পয়সা বা কোনো বিরোধ ছিলো না। কি অপরাধ ছিল তার? কাউসারই আমার ছেলেকে কুপিয়ে হত্যা করেছে। আমি আমার ছেলে হত্যার বিচার চাই।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. রোজী সরকার বলেন, নিহত ব্যক্তিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণের ফলেই তার মৃত্যু হয়।
এবিষয়ে নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক বলেন, ঘটনার পরপরই আমি ঘটনাস্থল পরিদর্শন করি। আসামি গ্রেফতার করতে পুলিশ কাজ করছে। দ্রুত আসামিকে আইনের আওতায় আনা হবে। তিনি আরও জানান, সুরাহাতাল শেষে লাশ মর্গে প্রেরণ করা হয়েছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

বাংলাদেশের প্রেক্ষাপটে পিআর: সম্ভাবনা না সংকট?

Share the post

Share the postফাহাদ, সোনারগাঁ : পিআর নির্বাচন পদ্ধতি: কী, কেন ও কোন দেশে আছে এই ব্যবস্থা বাংলাদেশ একটি একক ও কেন্দ্রিক রাষ্ট্র (Unitary State), এখানে সমাজ কাঠামো তুলনামূলকভাবে অভিন্ন। ফলে PR পদ্ধতি আঞ্চলিকতা, ধর্মীয় মেরুকরণ, এবং বিদেশি প্রভাবিত গোষ্ঠীর উত্থান ঘটাতে পারে রাজনীতিতে দলীয় শৃঙ্খলা দুর্বল এবং নির্বাচন কমিশন, বিচার বিভাগ, প্রশাসন সবকিছুই কাঠামোগত দুর্বলতায় […]

সাতক্ষীরা সীমান্তে ১১ লক্ষাধিক টাকার ভারতীয় মালামাল জব্দ

Share the post

Share the postসৈয়দ আব্দুস সালাম পান্না, সাতক্ষীরা : বৃহস্পতিবার (২১ আগস্ট ২০২৫) তারিখ সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর দায়িত্বপূর্ণ এলাকায় চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ৯৫ বোতল ভারতীয় মদ এবং ১০০ বোতল ভারতীয় ফেনসিডিলসহ প্রায় বারো লক্ষ টাকার ভারতীয় মালামাল আটক করেছে। বিজিবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কাকডাঙ্গা বিওপির আভিযানে গেড়াখালী ও মজুমদার খাল […]