চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কাছে ২ হাজার পিস পিপিই হস্তান্তর করল এস আলম গ্রুপ
চট্টগ্রাম প্রতিনিধি: করোনা ভাইরাস প্রতিরোধের চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশকে পিপি হস্তান্তর করলো এস আলম গ্রুপ।এস আলম গ্রুপের চেয়ারম্যানের একান্ত সচিব আকিজ উদ্দিন চৌধুরী চট্টগ্রাম নগরের পুলিশ কমিশনারের কার্যালয় দামপাড়া ওয়াসায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার মাহবুবুর রহমান এর কাছে ২ হাজার পিস পিপিই হস্তান্তর করেন।

এস আলম গ্রুপের কর্ণধার দেশবরেণ্য শিল্পপতি জনাব মোঃ সাইফুল আলম মাসুদ এর দিক নির্দেশনায় এই সহযোগিতামূলক কাজ পরিচালিত হচ্ছে।এরই ধারাবাহিকতায় দেশের এই ক্রান্তিলগ্নে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের যেসকল নিবেদিত যোদ্ধারা জীবন ঝুঁকি নিয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছে তাদের ব্যক্তিগত সুরক্ষার জন্য ২ হাজার পিস পিপি সরবরাহ করেছে এস আলম গ্রুপ।

এ উপলক্ষে আজ ৯ এপ্রিল ২০২০ তারিখে দামপাড়া পুলিশ লাইন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার কার্যালয় সিএমপি পুলিশ কমিশনার জনাব মাহবুবুর রহমান বিপিএম পিপিএম এর নিকট ২ হাজার পিস পিপি হস্তান্তর করলেন ইসলামী ব্যাংকের চেয়ারম্যান একান্ত সচিব আকিজ উদ্দিন চৌধুরী
