ধোবাউড়ায় ১৫ আগস্টে কর্মসূচি পালনকে কেন্দ্র করে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা সন্দেহে আটক-১
ময়মনসিংহের ধোবাউড়ায় ১৫ আগস্ট কর্মসূচি পালন করেছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা।উপজেলার বাকপাড়া এলাকায় এই কর্মসূচি পালন করা হয়। কর্মসূচি পালনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ছড়িয়ে পড়ে। এরপর বিষয়টি পুলিশের নজরে আসে। আজ সোহেল মিয়া নামে এক ব্যাক্তিকে নিষিদ্ধ সংগঠনের নেতা সন্দেহে আটক করে থানায় আনা হয়। এই ঘটনার পর আটককৃত ব্যাক্তি জামায়াতের কর্মী বলে দাবি করছে উপজেলা জামায়াতের নেতৃবৃন্দ। এ নিয়ে সৃষ্টি হয়েছে ধুম্রজাল।১৫ আগস্টের কর্মসূচির পর বিভিন্ন মহল,রাজনৈতিক দলের নেতবৃন্দের মাধ্যমে যারা কর্মসূচি পালন করেছে তাদের একটি তালিকা সংগ্রহ করা হয়।উক্ত তালিকাতে সোহেল মিয়ার নাম রয়েছে।সেই তালিকা অনুযায়ী তাকে আটক করা হয়। স্থানীয় এক বিএনপি নেতা বলেন,৫ আগস্টের পর সম্প্রতি সে জামায়াতের কর্মী হতে পারে তবে সে এবং তার পরিবার আওয়ামীলীগে রাজনীতির সাথে জড়িত।আরও একাধিক ব্যাক্তি নিশ্চিত করেন সে এবং তার পরিবার আওয়ামীলীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন এবং কর্মসূচি পালন করেছেন। এ ব্যাপারে ধোবাউড়া থানার অফিসার ইনচার্জের দায়িত্বে থাকা ওসি(তদন্ত) মোজাম্মেল হোসেন বলেন, আটককৃত ব্যাক্তিকে সন্দেহজনকভাবে জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছে,বিষয়টি গভীরভাবে তদন্ত করা হচ্ছে।