

মাহমুদুল হাসান,স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃ ‘অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি’ প্রতিপাদ্যকে সামনে রেখে নানা আয়োজনের মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত হয়েছে।
১৮ আগস্ট সোমবার সকাল ১১টায় উপজেলা উপজেলা পরিষদ থেকে এ উপলক্ষে একটি র্যালি বের হয়ে উপজেলা চত্বর প্রদক্ষিণ শেষে আবারো একই স্থানে গিয়ে শেষ। পরে উপজেলা চত্বরের পুকুরে পোনামাছ অবমুক্ত করেন উপজেলা নির্বাহী অফিসার সাধনা ত্রিপুরা।
পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্বে করেন উপজেলা নির্বাহী অফিসার সাধনা ত্রিপুরা। উপজেলা মৎস্য কর্মকর্তা জায়মান জাহান এর স্বাগত বক্তব্যে পরে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ মোস্তাফিজুর রহমান সহ সফল মৎস্য চাষিরা।
আলোচনা সভা শেষে উপজেলা মৎস্য অফিস থেকে প্রশিক্ষণ গ্রহন করে সফল মৎস্য চাষিদের মধ্যে সম্মাননা প্রদান করা হয়েছে।