মির্জাপুর থানার শ্রেষ্ঠ ওসি হিসেবে স্বীকৃতি পেলেন মুহাম্মদ রাশেদুল ইসলাম
সীমান্ত দাস, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের মির্জাপুর থানার শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত হলেন মুহাম্মদ রাশেদুল ইসলাম। সোমবার (১৮ আগষ্ট) সকালে জেলা পুলিশ লাইন্স কর্তৃক আয়োজিত মাসিক কল্যাণ সভায় শ্রেষ্ঠত্ব অর্জন ও সম্মাননা পুরস্কার হাতে তুলে দেওয়া হয়।
তথ্য মতে জানা যায়, টাঙ্গাইল জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমান তাকে বিভিন্ন মামলার রহস্য উদঘাটন সহ সব ধরনের কাজের স্বীকৃতি হিসেবে আগেও পুরস্কৃত পেয়েছেন।
এব্যাপারে মির্জাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম সাংবাদিকদের বলেন, আমার এই শ্রেষ্ঠত্ব অর্জনের মাধ্যমে আইন-শৃঙ্খলা রক্ষা এবং বিভিন্ন কার্যক্রমের জন্য উৎসাহিত আরো বেড়ে গেলো। সামনে সকল কার্যক্রমের দায়িত্বভার আরো সঠিকভাবে পালন করা হবে।