

সৈয়দ আব্দুস সালাম পান্না, সাতক্ষীরা : সোমবার (১৮ আগস্ট ২০২৫) বেলা ১১টায় সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়ন এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আশরাফুল হক এর সার্বিক দিক নির্দেশনায় সদর উপজেলার কাথন্ডা বাজার এলাকার ঔষধের ফামের্সীতে অভিযান পরিচালনা করা হয়েছে। বিজিবি, ঔষধ প্রশাসন, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশ এর সমন্বয়ে উক্ত অভিযান পরিচালনা করা হয়।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কাথন্ডা বাজারে টাস্কর্ফোস অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উপস্থিত ছিলেন, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অতীশ সরকার, সহকারী কমিশনার (ভূমি), সাতক্ষীরা, বিজিবির পক্ষে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর সহকারী পরিচালক বেগ আব্দুল্লাহ আল মাসুম এর সাথে ২০ জন বিজিবি সদস্য, ঔষধ পরিদর্শক মোঃ বাশারাফ হোসেন এবং ০৫ জন পুলিশ সদস্য।
টাস্কফোর্স অভিযান পরিচালনাকালে নিষিদ্ধ ঔষধ ও মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রয় অথবা বিক্রয়ের উদ্দেশ্যে মজুদ বা প্রদর্শন করার দায়ে ঔষধ ও কসমেটিকস আইন ২০২৩ এর ৪০ (খ) ধারা মোতাবেক মেসার্স রুকাইয়া ফার্মেসী এর মালিক মোঃ শাহাজান কবীরকে ২৫ হাজার টাকা এবং মেসার্স জবা ফার্মেসী এর মালিক মোঃ মোরতাজা হোসেনকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
বর্ণিত টাস্কফোর্স অভিযানে জব্দকৃত সরকার কর্তৃক নিষিদ্ধ ও মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এর উপস্থিতিতে জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
উল্লেখ্য, উপস্থিত জনসাধারণ বিজিবির নিরলস কর্তব্য পালন এবং জনস্বাস্থ্য রক্ষায় এ জাতীয় টাস্কফোর্স অপারেশন পরিচালনা করায় বিজিবিকে ধন্যবাদ জ্ঞাপন এবং এ ধারা চলমান রাখার জন্য অনুরোধ করেন। উল্লেখ্য, বিজিবির উল্লেখিত কর্মকান্ড জনসাধারণের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।