

ফাহাদ, সোনারগাঁ : সোনারগাঁ উপজেলার প্রাচীনতম বিদ্যাপিঠ সোনারগাঁ জি. আর ইনস্টিটিউশন মডেল স্কুল এন্ড কলেজের শিক্ষকদের পেশাগত মান উন্নয়নে প্রতিফলনমূলক শিক্ষণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
সোমবার প্রতিষ্ঠানের গঙ্গাবাসী অডিটোরিয়ামে দিনব্যাপী এ শিক্ষণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। শিক্ষণ কার্যক্রমে প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ দেন ঢাকা বিশ^বিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউউট(আইইআর) এর অধ্যাপক ড. মো. খাইরুল ইসলাম।
এসময় তিনি শ্রেণি কক্ষে পাঠদানের বিভিন্ন কৌশল ও পদ্ধতি সম্পর্কে আলোচনা করেন। এছাড়া বিভিন্ন দেশের শিক্ষা পদ্ধতির সাথে বাংলাদেশের শিক্ষা পদ্ধতির পার্থক্য তুলে ধরেন। কিভাবে পাঠদানকে আরো বেশি যুগোপযোগী করা যায় এবং শিক্ষার্থীরা আনন্দের সাথে পাঠদানে আগ্রহী হয়ে ওঠে এ ব্যাপারে গুরুত্বপূর্ণ কর্মকৌশল নিয়ে শিক্ষকদের সাথে মত বিনিময় করেন।
সোনারগাঁ জি. আর ইনস্টিটিউশন মডেল স্কুল এন্ড কলেজের এডহক কমিটির সভাপতি মো. তুহিন মাহমুদের উদ্যোগে এ শিক্ষণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
শিক্ষণ কার্যক্রমে এডহক কমিটির সভাপতি ও এনসিপির কেন্দ্রীয় নেতা মো. তুহিন মাহমুদ বলেন, সোনারগাঁ জি. আর ইনস্টিটিউশনের শিক্ষকদের পাঠদানের মান বৃদ্ধি করার জন্যই মূলত এ কার্যক্রম হাতে নেয়া হয়েছে। এ ধরেনের কার্যক্রম অব্যাহত থাকবে। আশা করিএ কার্যক্রমের মাধ্যমে সোনারগাঁ জি.আর ইনস্টিটিউশনের শিক্ষার মান উন্নয়ন হবে।
এ সময় সোনারগাঁ জি. আর ইনস্টিটিউশন মডেল স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফরিদা ইয়াছমিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের এডহক কমিটির সভাপতি মো. তুহিন মাহমুদ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এডহক কমিটির শিক্ষক প্রতিনিধি এখলাছুর রহমান, কলেজ শাখার শিফট ইনচার্জ সহকারী অধ্যাপক মো. নূরুল হক, স্কুল শাখার শিফট ইনচার্জ অলক কুমার সাহা ও কলেজ শাখার সহকারী অধ্যাপক শফিকুল ইসলামসহ স্কুল ও কলেজ শাখার সকল শিক্ষকবৃন্দ।