

আবুল হাশেম,ধোবাউড়া,ময়মনসিংহ: আজ দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই বিদায়ী সংবর্ধনা প্রধান করা হয়। শুরুতে মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী বিদায়ী গান গেয়ে ফুলেল শুভেচ্ছা দেন। পরে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জল হোসেন। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা শিক্ষা অফিসার আলী সিদ্দিক, বিদায়ী সহকারী শিক্ষা অফিসার ওমর ফারুক, শিক্ষক কল্যাণ সমিতির সভাপতি সুলতান আহমেদ,প্রধান শিক্ষক গোলাম কিবরিয়া, সহকারী আজহারুল ইসলাম প্রমূখ। উল্লেখ্য যে,উমর ফারুক সহকারী শিক্ষা অফিসার হিসেবে প্রায় আট বছর ধোবাউড়ায় কর্মরত ছিলেন। এই দীর্ঘ সময়ে তিনি প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে যতেষ্ট ভূমিকা রেখেছেন।