শাহজাদপুরে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ উদযাপন : বর্ণাঢ্য র‌্যালি, মাছ অবমুক্ত ও আলোচনা সভা

Share the post
মো: সবুজ হোসেন রাজা, সিরাজগঞ্জ প্রতিনিধি :“অভয়াশ্রম গড়ে তুলি, দেশী মাছে দেশ গড়ি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি, পুকুরে মাছ অবমুক্ত ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৮ আগস্ট) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বরে পুকুরে বিভিন্ন প্রজাতির মাছ অবমুক্ত করা হয়।
এরপর শহীদ স্মৃতি মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। উক্ত সভায় উপজেলা মৎস্য কর্মকর্তা ইলোরা ইয়াসমিনের সভাপতিত্বে ও নাহিন ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুজ্জামান।
এসময় তিনি বলেন, দেশীয় মৎস্য সম্পদ রক্ষায় আমাদের সবাইকে কাজ করতে হবে। অভয়াশ্রম সৃষ্টি, প্রজনন মৌসুমে মা মাছ রক্ষা এবং অতিরিক্ত মাছ আহরণ রোধে সচেতনতা তৈরি করতে হবে। মাছ শুধু অর্থনৈতিক সমৃদ্ধির উৎস নয়, এটি আমাদের পুষ্টি ও কর্মসংস্থানের গুরুত্বপূর্ণ মাধ্যম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, থানার অফিসার ইনচার্জ আছলাম আলী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মকবুল হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা এস এম মনিরুজ্জামান, সমবায় কর্মকর্তা রবিউল রানা এবং সফল মৎস্য চাষি সাইফুল বাশার প্রমুখ।আলোচনা সভা শেষে উপজেলার শ্রেষ্ঠ তিনজন মৎস্যজীবীকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

বাপাউবো’র কর্মকর্তাদের সাথে দুগার্পুরে মতবিনিময় সভা

Share the post

Share the postতোবারক হোসেন খোকন, দুগার্পুর (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার দুগার্পুরে নদী ভাঙন ও নদী শাসন নিয়ে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের কর্মকতার্দের সাথে সকল শ্রেনী পেশার মানুষের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ আগস্ট) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সহকারি কমিশনার (ভুমি) মো. মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায়, উপজেলা নিবার্হী অফিসার আফরোজা আফসানা […]

ধোবাউড়ায় প্রাথমিক শিক্ষক সমিতি ও শিক্ষক কল্যাণ সমিতির উদ্যোগে সহকারী শিক্ষা অফিসার ওমর ফারুক এর বিদায় সংবর্ধনা

Share the post

Share the post আবুল হাশেম,ধোবাউড়া,ময়মনসিংহ: আজ দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই বিদায়ী সংবর্ধনা প্রধান করা হয়। শুরুতে মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী বিদায়ী গান গেয়ে ফুলেল শুভেচ্ছা দেন। পরে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জল হোসেন। বিশেষ অতিথির বক্তব্য দেন […]