সিরাজগঞ্জে দেশি মাছের উৎপাদন বাড়াতে অভয়াশ্রম গড়ার আহ্বান

Share the post
জলিলুর রহমান জনি,সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে “অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি” প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ উদযাপিত হয়েছে।
সোমবার (১৮ আগস্ট) সকালে সিরাজগঞ্জ কালেক্টরেট ভবনের সামনে রংবেরঙের বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম। জেলা প্রশাসন ও জেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে কালেক্টরেট চত্বর প্রদক্ষিণ করে। র‍্যালিতে অংশ নেন জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গণপতি রায়, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মোঃ হাফিজুর রহমান, জেলা মৎস্য কর্মকর্তা মোঃ শাহীনুর রহমান, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশিদ খান হাসান, উপজেলা মৎস্য কর্মকর্তাগণ এবং মৎস্যজীবীরা।
উদ্বোধন শেষে কালেক্টরেট ভবনের শহীদ শামসুদ্দিন সম্মেলন কক্ষে আলোচনা সভা, ভিডিও চিত্র প্রদর্শন এবং সম্মাননা সনদ ও ক্রেস্ট প্রদান অনুষ্ঠিত হয়। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, সিরাজগঞ্জে উৎপাদিত দেশি মাছের চাহিদা দেশের বিভিন্ন স্থানে রয়েছে। তবে চলনবিল ও অন্যান্য জলাশয়ের সুরক্ষা না করা হলে দেশীয় মাছের উৎপাদন কমে যাবে। তিনি কারেন্ট জাল ব্যবহারে সতর্ক থাকার আহ্বান জানিয়ে মৎস্য সপ্তাহের প্রতিপাদ্য সফল করতে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান।
আলোচনা সভার সভাপতি জেলা মৎস্য কর্মকর্তা মোঃ শাহীনুর রহমান বলেন, যমুনা নদী, চলনবিল, হুরাসাগর ও নিমগাছী মৎস্যচাষ প্রকল্পের মাধ্যমে সিরাজগঞ্জ আজ মাছ সম্পদে সমৃদ্ধ। জেলায় মোট মাছের উৎপাদন ৭৫,৮৫৯ মেট্রিক টন, যা চাহিদার তুলনায় ২,৩২৬ মেট্রিক টন বেশি। তিনি আরও জানান, জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে এই সম্পদ সংরক্ষণ, উন্নয়ন ও টেকসই ব্যবহারের জন্য সাতদিনব্যাপী বিশেষ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গণপতি রায় ও অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মোঃ হাফিজুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা প্রশাসনের প্রশাসনিক কর্মকর্তা নুরুন্নবী খান জুয়েল। এছাড়া সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশিদ খান হাসান, প্রবীণ মৎস্যজীবী আব্দুস সাত্তার মোল্লা, জেলা জাতীয়তাবাদী মৎস্যজীবি দলের আহ্বায়ক মনিরুজ্জামান বাবু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ আলমাস হোসেন ও সদস্য সচিব নুরুল ইসলাম নুরু বক্তব্য রাখেন।
বক্তারা উন্মুক্ত জলাশয়ে দেশি মাছ উৎপাদনের ওপর গুরুত্বারোপ করেন। চায়না দুয়ারী জাল ব্যবহার করে পোনা ও মাছের ডিম বিনাশ বন্ধ করার আহ্বান জানান। এছাড়া মাছের খাদ্যগুণ বজায় রাখতে অবৈধ কেমিক্যাল ও অখাদ্য ফিড ব্যবহার না করার পরামর্শ দেন। অনুষ্ঠানের শেষে বিশেষ অবদানের জন্য মৎস্যজীবিদের হাতে সম্মাননা সনদ ও ক্রেস্ট প্রদান করা হয়।
এই ধরনের উদ্যোগ দেশের মৎস্য সম্পদের টেকসই ব্যবস্থাপনা ও উৎপাদন বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ভবিষ্যতে জলাশয় সংরক্ষণ এবং অবৈধ জালের ব্যবহার বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের মাধ্যমে দেশি মাছের উৎপাদন বৃদ্ধিতে সহায়ক হবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

ধোবাউড়ায় প্রাথমিক শিক্ষক সমিতি ও শিক্ষক কল্যাণ সমিতির উদ্যোগে সহকারী শিক্ষা অফিসার ওমর ফারুক এর বিদায় সংবর্ধনা

Share the post

Share the post আবুল হাশেম,ধোবাউড়া,ময়মনসিংহ: আজ দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই বিদায়ী সংবর্ধনা প্রধান করা হয়। শুরুতে মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী বিদায়ী গান গেয়ে ফুলেল শুভেচ্ছা দেন। পরে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জল হোসেন। বিশেষ অতিথির বক্তব্য দেন […]

নওগাঁয় ১৯৩ কেজি গাঁজা, ২১ বোতল ফেন্সিডিল ও দেশীয় অস্ত্রসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

Share the post

Share the postমির্জা তুষার আহমেদ,নওগাঁ: র‍্যাব-৫, সিপিসি-২, নাটোর ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে মান্দা থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে ১৯৩.৩ কেজি গাঁজা, ২১ বোতল ফেন্সিডিল এবং ৪টি দেশীয় অস্ত্র (রামদা) উদ্ধার করা হয়। এ সময় একজন চিহ্নিত ও কুখ্যাত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। র‍্যাব-৫ এর এক বিশেষ প্রেস বিজ্ঞপ্তিতে বলা […]