চাঁদপুরের কচুয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন
আহসান হাবীব সুমন,কচুয়া,চাঁদপুর প্রতিনিধি : দেশের মৎস্যসম্পদের সম্প্রসারণ, সংরক্ষণ, উন্নয়ন এবং টেকসই ব্যবহারে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ‘অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি’ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন করা হয়েছে ।
সোমবার জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন অনুষ্ঠানে পোনা মাছ অবমুক্ত করণ, আলোচনা সভা ও মৎস্য চাষীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
উপজেলা প্রশাসন ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে পোনা মাছ অবমুক্ত করে বর্ণাঢ্য র্যালীটি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা সিনিয়র মৎস্য অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জহিরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে মৎস্য সপ্তাহ উদ্বোধন করেন ও বক্তব্য রাখেন উপজেলা নিবার্হী অফিসার মুহাম্মদ হেলাল চৌধুরী।
এসময় উপজেলা সহকারী কমিশনার ভূমি বাপ্পী দত্ত রনি, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা সাখাওয়াত সুমন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাহিদুল ইসলাম, একাডেমিক সুপারভাইজার সোহেল রানাসহ উপজেলার বিভিন্ন দপ্তরে কর্মকর্তা ও উপজেলার বিভিন্ন মৎস্যচাষীগন উপস্থিত ছিলেন ।
উদ্বোধনী অনুষ্ঠানে মৎস্য খাতে অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ আবুল হাসনাত ও আক্তার হোসেন নামে ২ ব্যক্তি ও বিভিন্ন প্রতিষ্ঠানকে জাতীয় মৎস্য পদক ২০২৫ দেওয়া হয়েছে।