নরসিংদীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ আহত ৭

Share the post
আশিকুর রহমান,নরসিংদী প্রতিনিধি : নরসিংদীর পাঁচদোনা মোড়ে ঝুট ব্যবসা নিয়ন্ত্রণ ও সিএনজি স্ট্যান্ড দখলকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুইজন গুলিবিদ্ধসহ অন্তত সাত জন আহত হয়েছেন।রোববার (১৭ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় সদর উপজেলার পাচঁদোনা মোড়ে (ঢাকা-সিলেট মহাসড়ক) এ সংঘর্ষের ঘটনা ঘটে। টানা সাড়ে ৩ ঘন্টা পুলিশের সামনেই দফায় দফায় এই সংঘর্ষ হয়। পরে পুলিশ রাত ১২ টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সংঘর্ষে ৭ জনের মধ্যে প্রাথমিকভাবে ২ জনের নাম জানা যায়। এরা হলেন, পাঁচদোনা এলাকার তাইজুদ্দিনের ছেলে হামিদ মিয়া (২৮) এবং বিল্লাল মিয়ার ছেলে হাসান মিয়া (২৮)। বাকী ৫ জনকে গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করে  ঢাকা মেডিকেলে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সন্ধ্যায় পাঁচদোনা মোড়ে অবস্থিত পাকিজা গ্রুপের ঝুট ব্যবসা নিয়ন্ত্রণ নিতে মোছাদ্দেকের এক কর্মীর উপর হামলা চালায় লালু মেম্বারের লোকজন।  এতেই ক্ষিপ্ত হয়ে উভয় পক্ষের লোকজন মুখোমুখি অবস্থান নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় উভয় গ্রুপের মধ্যে একাধিক ককটেল বিস্ফোরণ ও গুলির ঘটনা ঘটে।
উল্লেখ্য, গত বছরের ৫ আগষ্টের পর পাঁচদোনা মোড়ের সিএনজি স্ট্যান্ড, বাস কাউন্টার দখল ফুটপাত থেকে চাঁদা আদায় সহ এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে পাঁচদোনা ইউনিয়ন বিএনপির সহসভাপতি লালু মেম্বার ওরফে লাল মিয়া ও স্থানীয় বিএনপির নেতা মোসাদ্দেক হোসেনের মধ্যে দ্বন্দ্ব হয়। এ নিয়ে উভয় গ্রুপ এর আগেও একাধিকবার সংঘর্ষে ও গোলাগুলিতে জড়িয়ে ছিলেন।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আনোয়ার হোসেন শামীম বলেন, সংঘর্ষের খবর শুনেই পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। বর্তমানে  পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

ধোবাউড়ায় প্রাথমিক শিক্ষক সমিতি ও শিক্ষক কল্যাণ সমিতির উদ্যোগে সহকারী শিক্ষা অফিসার ওমর ফারুক এর বিদায় সংবর্ধনা

Share the post

Share the post আবুল হাশেম,ধোবাউড়া,ময়মনসিংহ: আজ দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই বিদায়ী সংবর্ধনা প্রধান করা হয়। শুরুতে মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী বিদায়ী গান গেয়ে ফুলেল শুভেচ্ছা দেন। পরে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জল হোসেন। বিশেষ অতিথির বক্তব্য দেন […]

নওগাঁয় ১৯৩ কেজি গাঁজা, ২১ বোতল ফেন্সিডিল ও দেশীয় অস্ত্রসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

Share the post

Share the postমির্জা তুষার আহমেদ,নওগাঁ: র‍্যাব-৫, সিপিসি-২, নাটোর ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে মান্দা থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে ১৯৩.৩ কেজি গাঁজা, ২১ বোতল ফেন্সিডিল এবং ৪টি দেশীয় অস্ত্র (রামদা) উদ্ধার করা হয়। এ সময় একজন চিহ্নিত ও কুখ্যাত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। র‍্যাব-৫ এর এক বিশেষ প্রেস বিজ্ঞপ্তিতে বলা […]