

সৈয়দ আব্দুস সালাম পান্না, সাতক্ষীরা : বিএনপি বাচিয়ে রাখতে হলে তৃণমুল পর্যাযে কাজ করতে হবে। নইলে উন্নয়ন বাধাগ্রস্ত হবে। আগামী ফেব্রুয়ারীতে ভোট হবে। এখন থেকে প্রতিটি বাড়ি বাড়ি যেয়ে ধানের শীষে ভোট চাইতে হবে। কারন আপনারা জানেন একটি বিশেষ দল নির্বাচনকে বাধাগ্রস্ত করতে বিভিন্ন চক্রান্ত শুরু করেছে।
যাতে ফেব্রুয়ারীতে নির্বাচন না হয় তার জন্য বাংলাদেশকে আবার একটি ১/১১ করার ষড়যন্ত্রে মেতে উঠেছে। রবিবার বেলা ২টার সময় সাতক্ষীরা তালা উপজেলার খলিষখালী ইউনিয়নের ওয়ার্ড বিএনপির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব এসব কথা বলেন।
খলিষখালী ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ নুর আহম্মদ এর সভাপতিত্বে ও ইউনিয়ন যুবদল নেতা মেহেদি হাসান এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও তালার নির্বাচনী টিম লিডার আবুল হাসান হাদি, তালা উপজেলার বিএনপির সভাপতি মৃণাল কান্তি রায় সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক মোশাররফ হোসেন, ইউনিয়ন বিএনপির সাংগাঠনিক সম্পাদক শেখ আব্দুল হান্নান, কৃষকদল নেতা জাহাঙ্গীর মোল্লা, বিএনপির অন্যতম নেতা মোসলেম উদ্দীন মোল্যা, যুবদল নেতা আওয়াল মোড়ল, যুবদল নেতা সিরাজুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ।