

সীমান্ত দাস, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের মির্জাপুরে পূবালী ব্যাংক পিএলসি’র ২৪৩ তম উপশাখার শুভ উদ্বোধন করা হয়েছে। উপজেলা সদরের মুনসুর টাওয়ারের ২য় তলায় উপ-শাখাটির উদ্বোধন করেন উপ-মহাব্যবস্থাপক টাঙ্গাইল অঞ্চলের প্রধান মুহাম্মদ বেল্লাল হোসেন। রোববার (১৭ আগস্ট) বেলা এগারোটায় মুহাম্মদ আতাউর রহমানের সভাপতিত্বে উদ্বেধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, পূবালী ব্যাংক পিএলসি’র সহকারি মহাব্যবস্থাপক এহসানুল হক, মির্জাপুর উপজেলা বণিক সমিতির সভাপতি গোলাম ফারুক সিদ্দিকী, মির্জাপুর পৌরসভার সাবেক কাউন্সিলর আলী আজম সিদ্দিকী, বণিক সমিতির সহ-সভাপকি ইব্রাহিম মিয়া ও উপশাখা ব্যবস্থাপক সুকান্ত ঘোষ প্রমুখ। প্রধান অতিথি মুহাম্মদ বেল্লাল হোসেন বলেন, ‘পূবালী ব্যাংক দীর্ঘ ৬৬ বছর ধরে এদেশের মানুষকে সেবা দিয়ে যাচ্ছে। মির্জাপুর ব্যাংকটির উপ-শাখা হলেও যাবতীয় ব্যাংকিং সুবিধা গ্রাহক গণ এখান থেকে পাবেন।