আনুগত্য মানে অন্ধ অনুসরণ নয়- অধ্যাপক মাসুদুর রহমান গিয়াস

Share the post
ফাহাদুল ইসলাম, সোনারগাঁ : “আনুগত্য মানে অন্ধ অনুসরণ নয়; বরং সঠিক নেতৃত্বের প্রতি বিশ্বাস, দায়িত্বশীলতার সঙ্গে কাজ করা এবং দলীয় লক্ষ্য অর্জনে ঐক্যবদ্ধ থাকা” বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নারায়ণগঞ্জ জেলার তারবিয়াত সেক্রেটারি অধ্যাপক মাসুদুর রহমান গিয়াস।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সোনারগাঁ উপজেলা উত্তরের আয়োজনে রুকনদের সাংগঠনিক শৃঙ্খলা, কার্যকারিতা ও সদস্যদের ব্যক্তিগত উন্নয়নের লক্ষ্যে “আনুগত্য, পরামর্শ ও মুহাসাবা” শীর্ষক একটি বিশেষ আলোচনা সভায় তিনি বক্তব্য রাখতে গিয়ে এ কথা বলেন।
অধ্যাপক গিয়াস তাঁর বক্তব্যে বলেন, “একটি সংগঠনের টিকে থাকা ও উন্নতির জন্য আনুগত্য অপরিহার্য। তবে আনুগত্য মানে অন্ধ অনুসরণ নয়; বরং সঠিক নেতৃত্বের প্রতি বিশ্বাস, দায়িত্বশীলতার সঙ্গে কাজ করা এবং দলীয় লক্ষ্য অর্জনে ঐক্যবদ্ধ থাকা। তদুপরি, মুহাসাবা বা আত্মমূল্যায়ন হলো এমন একটি প্রক্রিয়া, যা আমাদের কাজ ও আচরণকে সঠিক পথে পরিচালিত করে।”তিনি আরও যোগ করেন যে, সাংগঠনিক পরামর্শ গ্রহণের মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া আরও কার্যকর হয় এবং সদস্যদের মধ্যে পারস্পরিক বিশ্বাস ও সহযোগিতা বৃদ্ধি পায়।
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে (১৫ আগস্ট ২০২৫ শুক্রবার) একটি চমৎকার রেস্টুরেন্টে আয়োজিত এ সভায় সোনারগাঁ উপজেলা উত্তরের আমীর মাওলানা ইসহাক মিয়ার সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা ইব্রাহিম হাসানের সঞ্চালনায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার শুরা ও কর্মপরিষদ সদস্য এবং তারবিয়াত বিভাগের সেক্রেটারি অধ্যাপক মাসুদুর রহমান গিয়াস।
আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার শুরা ও কর্মপরিষদ সদস্য দেওয়ান মোঃ খোরশেদ আলম, সোনারগাঁ দক্ষিনের সেক্রেটারি মোঃ আসাদুল ইসলাম, থানার শুরা ও কর্মপরিষদ সদস্য ও সোনারগাঁ উপজেলার রুকন বৃন্দ।
অংশগ্রহণকারীরা আলোচনার বিষয়বস্তু থেকে অনুপ্রাণিত হয়ে নিজেদের দায়িত্ব আরও নিষ্ঠার সাথে পালনের প্রতিশ্রুতি দেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

‎নবীগঞ্জে গলায় ফাঁস দিয়ে এক যুবকের আত্মহত্যা

Share the post

Share the post স্বপন রবি দাশ,হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের নবীগঞ্জ সদর ইউনিয়নের পশ্চিম জাহিদপুর গ্রামের তানভীর আহমেদ (৩০) নামে এক যুবক নিজ রুমে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তিনি মৃত সিরাজ মিয়ার পুত্র। ‎স্থানীয় ও পারিবারিক সূত্র জানায়, শুক্রবার রাতের দিকে তানভীর নিজের রুমে ঘুমাতে যান। শনিবার সকাল ৯টার দিকে রুমের দরজা না খোলায় পরিবারের সদস্যরা […]

খালেদা জিয়ার ৮১ তম জন্মবার্ষিকীতে চাঁপাইনবাবগঞ্জে দোয়া অনুষ্ঠিত

Share the post

Share the postইয়াসিন আরাফাত ,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা ও পৌর শাখা যুবদলের আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮১তম জন্ম বার্ষিকী পালন করা হয়েছে চাঁপাইনবাবঞ্জে। এ উপলক্ষে শনিবার বিকালে জেলা শহরের ফুড অফিস মোড়ে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এ সময় চাঁপাইনবাবগঞ্জ পৌর যুবদলের […]