ইবিতে ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি উদযাপনে বর্ণিল আয়োজন

Share the post
ইবি প্রতিনিধি : সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি ও শুভ জন্মাষ্টমী উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নানা আয়োজন করেছেন পূজা উদযাপন পরিষদ। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে আগামীকাল (১৬ আগস্ট) শনিবার বিশ্ববিদ্যালয়ের থানা সংলগ্ন সবুজ চত্বরে দিনব্যাপী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
দিনের কর্মসূচির মধ্যে রয়েছে- শ্রীমদ্ভাগবত পাঠ, ভজন কীর্তন, ভোগ আরতি, মহাপ্রসাদ বিতরণ, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, ধর্মীয় নাটক ও কীর্তন মেলা। সকাল ৯টায় শ্রীকৃষ্ণের বিগ্রহ স্থাপনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হবে। সাড়ে ৯টায় পূজা ও প্রার্থনা শেষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বিশ্ববিদ্যালয়ের প্রধান সড়ক প্রদক্ষিণ করে টিএসসিতে এসে শেষ হবে। এসময় পৌরোহিত্য করবেন পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী পার্থ প্রতীম চক্রবর্তী।
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে সকাল ১১টায় শুরু হবে ধর্মীয় আলোচনা। এতে পূজা উদযাপন পরিষদের সভাপতি ও হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের অধ্যাপক ড. অরবিন্দ সাহা সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। বিশেষ অতিথি থাকবেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. এয়াকুব আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম, চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক নয়ন কুমার রাজবংশী এবং বিশ্ববিদ্যালয়ের আইন উপদেষ্টা অ্যাডভোকেট সুব্রত কুমার চক্রবর্তী।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখবেন ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্মণ এবং বিশেষ আলোচক হিসেবে যোগ দেবেন বাংলা বিভাগের অধ্যাপক ড. তপন কুমার রায়।
ধর্মালোচনা শেষে দুপুর ১টায় মহাপ্রসাদ বিতরণ করা হবে। বিকেল আড়াইটায় শুরু হবে ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে অংশ নেবেন রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের প্রভাষক ইন্দ্রানী মোদক, ইসলামীয়া কলেজের প্রভাষক শুক্লা মজুমদার ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
প্রসঙ্গত, হিন্দু পুরাণ মতে- ভগবান শ্রীকৃষ্ণ ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে জন্মগ্রহণ করেন। বিশ্বাস করা হয়, পাশবিক শক্তি ন্যায়, সত্য ও সুন্দরকে গ্রাস করতে উদ্যত হলে মহাবতার শ্রীকৃষ্ণ মানবজাতির কল্যাণ ও ন্যায় প্রতিষ্ঠায় আবির্ভূত হন। দুষ্টের দমন ও সত্যের প্রতিষ্ঠার জন্য যুগে যুগে তিনি মানুষের মাঝে অবতীর্ণ হন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

সিরাজগঞ্জ-২ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে উত্তেজনা বৃদ্ধি

Share the post

Share the postজলিলুর রহমান জনি ,সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ-২ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে।সিরাজগঞ্জ সদর ও কামারখন্দ উপজেলা নিয়ে গঠিত সিরাজগঞ্জ-২ আসন, যা জেলার অন্যতম গুরুত্বপূর্ণ রাজনৈতিক আসন হিসেবে পরিচিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এ আসনে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে তৎপরতা বৃদ্ধি পেয়েছে। ঐতিহাসিকভাবে বিএনপি এখানে […]

শুভ জন্মাষ্টমি উপলক্ষে সিরাজগঞ্জ বিএনপি নেতা টুকুর আলোচনা সভা অনুষ্ঠিত

Share the post

Share the postজলিলুর রহমান জনি,সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে জন্মাষ্টমি উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভায় বিএনপির শীর্ষ নেতৃবৃন্দের অংশগ্রহণ।সিরাজগঞ্জ, ১৬ আগস্ট ২০২৫: শনিবার সকালে সিরাজগঞ্জে জন্মাষ্টমি উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের উদ্যোগে একটি বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। […]