বাকেরগঞ্জ পৌরসভার ৯টি ওয়ার্ড এর হতদরিদ্র মানুষের ঘরে ঘরে খাদ্য সামগ্রী নিয়ে এমপি রতনা আমিন।
বাকেরগঞ্জ প্রতিনিধিঃ করোনা ভাইরাসের সংক্রমণের কারণে হতদরিদ্র মানুষসহ সকলেই আছেন হোমকোয়ারেন্টাইনে। যে কারণে দিনমজুর থেকে নিন্মশ্রেনীর মানুষের আয়রোজগার বন্ধ রয়েছে। অসহায় হতদরিদ্র কর্মহীন মানুষের মুখে হাসি ফোঁটাতে তাদের খাবারের ব্যবস্থা করেছেন মানবতার নেত্রী বেগম নাসরিন জাহান রতনা এমপি। আজ ০৮ মার্চ (বুধবার) বিকেলে বাকেরগঞ্জ পৌরসভা ৯টি ওয়ার্ডের হতদরিদ্র মানুষের ঘরে ঘরে খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছেন সংসদ সদস্য বেগম নাসরিন জাহান রতনা। খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, আলু, সাবান, লবন ও তেল। এসময় উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় পার্টির যুগ্ম-সম্পাদক মানিক হাওলাদার, বাকেরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি দানিসুর রহমান লিমন, আনন্দ টিভির বায়জিদ বাপ্পি, সিএনএন বাংলা টিভির মোঃ মিজানুর রহমান, এশিয়ান টিভির উত্তম কুমার, সংবাদিক শফিকুল ইসলাম নাসির, মোঃ সাইদুর রহমান, বাদশা ফয়সাল খান সবুজ প্রমূখ। করোনা ভাইরাস প্রতিরোধে কর্মহীন মানুষ যখন গৃহবন্দী, ঠিক তখনই পৌরসভার হতদরিদ্র মানুষের ঘরে ঘরে খাদ্য সামগ্রী পৌঁছে দিয়ে প্রশংসিত হয়েছেন সংসদ সদস্য বেগম নাসরিন জাহান রতনা।