সিরাজগঞ্জ উল্লাপাড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস

Share the post
জলিলুর রহমান জনি,সিরাজগঞ্জ প্রতিনিধ: বৃহস্পতিবার ( ৩১ জুলাই ) সকাল ৭ টায় সিরাজগঞ্জ উল্লাপাড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস । উল্লাপাড়ায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে নিষিদ্ধ চায়না জাল ও কারেন্ট জাল জব্দ করে ধ্বংস করেছে।
সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার ঘটিনা ও সোনাতলা এলাকায় মাছের অভয়াশ্রম হিসেবে পরিচিত দুটি স্থানে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেছে।
বৃহস্পতিবার পরিচালিত এই অভিযানে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সালেহ মোহাম্মদ হাসনাত এবং মৎস্য কর্মকর্তা আতাউর রহমানের নেতৃত্বে অভিযানটি সম্পন্ন হয়।অভিযানকালে অবৈধভাবে ব্যবহৃত নিষিদ্ধ চায়না দুয়ারী জাল ৪০ পিস এবং কারেন্ট জাল ১০ পিস জব্দ করা হয়। পরে জব্দকৃত জালগুলো জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।
উক্ত অভিযানের লক্ষ্য ছিল পরিবেশের ভারসাম্য রক্ষা করা এবং মাছের প্রাকৃতিক প্রজনন কেন্দ্রগুলোকে সুরক্ষিত রাখা। মাছের অভয়াশ্রম হিসেবে পরিচিত এ স্থানগুলোতে বিভিন্ন প্রজাতির মাছ প্রজনন করে থাকে, যা স্থানীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
মৎস্য কর্মকর্তা আতাউর রহমান বলেন, ‘এই ধরনের জাল ব্যবহারের ফলে মাছের প্রাকৃতিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হয় এবং মাছের প্রজনন বাধাগ্রস্ত হয়।’ উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সালেহ মোহাম্মদ হাসনাত বলেন, ‘পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং নিয়মিতভাবে নজরদারি করা হবে।
স্থানীয় জনগণ এই অভিযানের প্রশংসা করেছে এবং আশা প্রকাশ করেছে যে, এ ধরনের পদক্ষেপের মাধ্যমে মৎস্য সম্পদ রক্ষা পাবে এবং স্থানীয় মৎস্যজীবীদের জীবিকা নির্বাহে সহায়ক হবে।এছাড়া, এই অভিযানে প্রশাসনের পক্ষ থেকে স্থানীয় জনগণকে সচেতন করা হয় যে তারা যেনো এই ধরনের অবৈধ কার্যক্রমে অংশ না নেন এবং পরিবেশ রক্ষায় সক্রিয় ভূমিকা পালন করেন।
বিশেষজ্ঞরা মনে করেন, এ ধরনের উদ্যোগের মাধ্যমে মৎস্য সম্পদ রক্ষা করা সম্ভব হবে এবং দীর্ঘমেয়াদে এর ইতিবাচক প্রভাব পড়বে স্থানীয় অর্থনীতিতে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

সাতক্ষীরা কাথন্ডায় টাস্কফোর্সের অভিযানে ভেজাল ঔষধ আটক

Share the post

Share the postসৈয়দ আব্দুস সালাম পান্না, সাতক্ষীরা : সোমবার (১৮ আগস্ট ২০২৫) বেলা ১১টায় সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়ন এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আশরাফুল হক এর সার্বিক দিক নির্দেশনায় সদর উপজেলার কাথন্ডা বাজার এলাকার ঔষধের ফামের্সীতে অভিযান পরিচালনা করা হয়েছে। বিজিবি, ঔষধ প্রশাসন, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশ এর সমন্বয়ে উক্ত অভিযান পরিচালনা করা হয়। বিজিবি […]

এনসিপির তুহিন মাহমুদের উদ্যোগে সোনারগাঁ জি.আর ইনস্টিটিউশনে শিক্ষণ কার্যক্রম অনুষ্ঠিত

Share the post

Share the post ফাহাদ, সোনারগাঁ : সোনারগাঁ উপজেলার প্রাচীনতম বিদ্যাপিঠ সোনারগাঁ জি. আর ইনস্টিটিউশন মডেল স্কুল এন্ড কলেজের শিক্ষকদের পেশাগত মান উন্নয়নে প্রতিফলনমূলক শিক্ষণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। সোমবার প্রতিষ্ঠানের গঙ্গাবাসী অডিটোরিয়ামে দিনব্যাপী এ শিক্ষণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। শিক্ষণ কার্যক্রমে প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ দেন ঢাকা বিশ^বিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউউট(আইইআর) এর অধ্যাপক ড. মো. খাইরুল ইসলাম। এসময় […]