সিরাজগঞ্জ শাহজাদপুরে ১২ জন প্রতিবন্ধীর মাঝে হুইলচেয়ার বিতরণ করা হয়েছে – সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে।

Share the post
জলিলুর রহমান জনি,সিরাজগঞ্জ প্রতিনিধি: বৃহস্পতিবার ৩১ শে জুলাই সিরাজগঞ্জ উপজেলা শাহজাদপুরে ১২ জন প্রতিবন্ধীর মাঝে হুইলচেয়ার বিতরণ করা হয়েছে সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে।
শাহজাদপুরে সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে সম্প্রতি ১২ জন প্রতিবন্ধীর মাঝে হুইলচেয়ার বিতরণ করা হয়। এ উদ্যোগের মাধ্যমে সমাজের সুবিধাবঞ্চিত ও প্রতিবন্ধী ব্যক্তিদের চলাচল সুবিধা নিশ্চিত করার প্রচেষ্টা গ্রহণ করা হয়েছে।অনুষ্ঠানটি আয়োজন করা হয়েছিল শাহজাদপুর উপজেলা সমাজসেবা কার্যালয়ের তত্ত্বাবধানে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ কামরুজ্জামান। তিনি বলেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য চলাচল সহজ করার লক্ষ্যে আমরা এই উদ্যোগ নিয়েছি।
 এটি তাদের দৈনন্দিন জীবনে স্বাভাবিকতা আনতে সাহায্য করবে।’অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সমাজসেবা অফিসার মকবুল হোসেন। তিনি জানান, ‘এই উদ্যোগটি সমাজের অন্যান্য সংস্থার সঙ্গে সমন্বয়ে আরও বিস্তৃত করা যেতে পারে। আমাদের লক্ষ্য হচ্ছে সকলের জন্য সমান সুযোগ নিশ্চিত করা।’
এ ধরনের উদ্যোগ সমাজের বিভিন্ন স্তরে ইতিবাচক প্রভাব ফেলতে পারে, যেমন শিক্ষা প্রতিষ্ঠান ও কর্মক্ষেত্রে প্রতিবন্ধীদের অংশগ্রহণ সহজতর করা। এছাড়াও, এটি সমাজে সহানুভূতির মনোভাব গড়ে তুলতে সাহায্য করবে।
বিশেষজ্ঞরা মনে করেন, উন্নতমানের জীবনযাত্রা নিশ্চিত করতে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য এই ধরনের সহায়তা অত্যন্ত জরুরি। এ ধরনের উদ্যোগের প্রসারিত হওয়া দরকার যাতে দেশের প্রতিটি অঞ্চলে সুবিধাবঞ্চিত ব্যক্তিরা সহায়তা পেতে পারেন।
সমাজসেবা অধিদপ্তরের এ ধরনের উদ্যোগ ভবিষ্যতে প্রতিবন্ধী ব্যক্তিদের স্বনির্ভর জীবনে আগ্রহী করে তুলতে পারে। এমনকি তাদের সমাজে সক্রিয় ভূমিকা পালন করতে উৎসাহিত করতে পারে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

বিজয়নগরে মৎস্য সপ্তাহ উদ্বোধন, র‍্যালি,পোনামাছ অবমুক্ত ও আলোচনা সভা অনুষ্ঠিত

Share the post

Share the postমাহমুদুল হাসান,স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃ ‘অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি’ প্রতিপাদ্যকে সামনে রেখে নানা আয়োজনের মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত হয়েছে। ১৮ আগস্ট সোমবার সকাল ১১টায় উপজেলা উপজেলা পরিষদ থেকে এ উপলক্ষে একটি র‍্যালি বের হয়ে উপজেলা চত্বর প্রদক্ষিণ শেষে আবারো একই স্থানে গিয়ে শেষ। পরে উপজেলা চত্বরের […]

মির্জাপুর থানার শ্রেষ্ঠ ওসি হিসেবে স্বীকৃতি পেলেন মুহাম্মদ রাশেদুল ইসলাম

Share the post

Share the postসীমান্ত দাস, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: ‎টাঙ্গাইলের মির্জাপুর থানার শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত হলেন মুহাম্মদ রাশেদুল ইসলাম। সোমবার (১৮ আগষ্ট) সকালে জেলা পুলিশ লাইন্স কর্তৃক আয়োজিত মাসিক কল্যাণ সভায় শ্রেষ্ঠত্ব অর্জন ও সম্মাননা পুরস্কার হাতে তুলে দেওয়া হয়। ‎ ‎তথ্য মতে জানা যায়, টাঙ্গাইল জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমান তাকে বিভিন্ন মামলার রহস্য […]