সংসদীয় সীমানা পরিবর্তনের প্রতিবাদে বিজয়নগর বিএনপির স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ ও পথসভা

Share the post

মোঃ শামীম মিয়া ,ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:ব্রাহ্মণবাড়িয়া সদর-৩ আসনের সংসদীয় সীমানা পরিবর্তনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও পথসভার আয়োজন করেছে বিজয়নগর উপজেলা বিএনপির স্বেচ্ছাসেবক দল ও বিভিন্ন অঙ্গ সংগঠন

৩১ জুলাই বৃহস্পতিবার সকাল ১০টায় বিজয়নগরের চান্দুরা মহাসড়কে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সিনিয়র নেতা ডাক্তার রফিকুল ইসলাম এবং আয়োজনের নেতৃত্ব দেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব খবিরুর রহমান মনির।

বক্তারা অভিযোগ করেন, বুধন্তী, হরষপুর ও চান্দুরা ইউনিয়নকে সদর-৩ আসন থেকে বিচ্ছিন্ন করে সরাইল আসনের সঙ্গে যুক্ত করার মাধ্যমে বিজয়নগর উপজেলাকে বিভক্ত করার ষড়যন্ত্র চলছে। তারা বলেন, এই ষড়যন্ত্র কোনো দিন সফল হবে না। বিজয়নগরের জনগণ ঐক্যবদ্ধভাবে এর প্রতিরোধ করবে।”

বক্তারা আরও জানান, “বিজয়নগরবাসী কোনোভাবেই সরাইল আসনে যেতে চায় না। বরং তারা চায় বিজয়নগরকে সম্পূর্ণভাবে একটি পৃথক সংসদীয় আসন ঘোষণা করা হোক। এই দাবি আমাদের অস্তিত্বের দাবি। প্রয়োজনে আমরা আবারও রক্ত দেব, কিন্তু বিজয়নগরকে বিভক্ত হতে দেব না।”

সরকারের উদ্দেশে হুঁশিয়ারি দিয়ে তারা বলেন, অবিলম্বে বুধন্তী, হরষপুর ও চান্দুরা ইউনিয়নকে সরাইলের সঙ্গে যুক্ত করার সিদ্ধান্ত বাতিল করে বিজয়নগরকে একক সংসদীয় আসন হিসেবে ঘোষণা করতে হবে। অন্যথায় আমরা কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবো, এমনকি চান্দুরা হাই রোডও অবরোধ করা হবে।”

পথসভায় আরও উপস্থিত ছিলেন:বুধন্তী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আব্দুল কাইয়ুম রাষ্ট্র, সাবেক যুবদল আহ্বায়ক গোলাম জহির,যুবদল নেতা আলী হোসেন, আরাফাত, লিটন মুন্সি,স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মিয়াব আলী,বিজয়নগর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য রাষ্ট্র সরকার, সহ ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ,সহ বিজয়নগরের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এই বিক্ষোভে অংশগ্রহণ করেন এবং এক কণ্ঠে সংসদীয় সীমানা পুনর্বিন্যাসের বিরোধিতা করেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

ধোবাউড়ায় ১৫ আগস্টে কর্মসূচি পালনকে কেন্দ্র করে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা সন্দেহে আটক-১

Share the post

Share the postময়মনসিংহের ধোবাউড়ায় ১৫ আগস্ট কর্মসূচি পালন করেছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা।উপজেলার বাকপাড়া এলাকায় এই কর্মসূচি পালন করা হয়। কর্মসূচি পালনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ছড়িয়ে পড়ে। এরপর বিষয়টি পুলিশের নজরে আসে। আজ সোহেল মিয়া নামে এক ব্যাক্তিকে নিষিদ্ধ সংগঠনের নেতা সন্দেহে আটক করে থানায় আনা হয়। এই ঘটনার পর আটককৃত ব্যাক্তি […]

বিজয়নগরে মৎস্য সপ্তাহ উদ্বোধন, র‍্যালি,পোনামাছ অবমুক্ত ও আলোচনা সভা অনুষ্ঠিত

Share the post

Share the postমাহমুদুল হাসান,স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃ ‘অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি’ প্রতিপাদ্যকে সামনে রেখে নানা আয়োজনের মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত হয়েছে। ১৮ আগস্ট সোমবার সকাল ১১টায় উপজেলা উপজেলা পরিষদ থেকে এ উপলক্ষে একটি র‍্যালি বের হয়ে উপজেলা চত্বর প্রদক্ষিণ শেষে আবারো একই স্থানে গিয়ে শেষ। পরে উপজেলা চত্বরের […]