সংসদীয় সীমানা পরিবর্তনের প্রতিবাদে বিজয়নগর বিএনপির স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ ও পথসভা
মোঃ শামীম মিয়া ,ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:ব্রাহ্মণবাড়িয়া সদর-৩ আসনের সংসদীয় সীমানা পরিবর্তনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও পথসভার আয়োজন করেছে বিজয়নগর উপজেলা বিএনপির স্বেচ্ছাসেবক দল ও বিভিন্ন অঙ্গ সংগঠন
৩১ জুলাই বৃহস্পতিবার সকাল ১০টায় বিজয়নগরের চান্দুরা মহাসড়কে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সিনিয়র নেতা ডাক্তার রফিকুল ইসলাম এবং আয়োজনের নেতৃত্ব দেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব খবিরুর রহমান মনির।
বক্তারা অভিযোগ করেন, বুধন্তী, হরষপুর ও চান্দুরা ইউনিয়নকে সদর-৩ আসন থেকে বিচ্ছিন্ন করে সরাইল আসনের সঙ্গে যুক্ত করার মাধ্যমে বিজয়নগর উপজেলাকে বিভক্ত করার ষড়যন্ত্র চলছে। তারা বলেন, এই ষড়যন্ত্র কোনো দিন সফল হবে না। বিজয়নগরের জনগণ ঐক্যবদ্ধভাবে এর প্রতিরোধ করবে।”
বক্তারা আরও জানান, “বিজয়নগরবাসী কোনোভাবেই সরাইল আসনে যেতে চায় না। বরং তারা চায় বিজয়নগরকে সম্পূর্ণভাবে একটি পৃথক সংসদীয় আসন ঘোষণা করা হোক। এই দাবি আমাদের অস্তিত্বের দাবি। প্রয়োজনে আমরা আবারও রক্ত দেব, কিন্তু বিজয়নগরকে বিভক্ত হতে দেব না।”
সরকারের উদ্দেশে হুঁশিয়ারি দিয়ে তারা বলেন, অবিলম্বে বুধন্তী, হরষপুর ও চান্দুরা ইউনিয়নকে সরাইলের সঙ্গে যুক্ত করার সিদ্ধান্ত বাতিল করে বিজয়নগরকে একক সংসদীয় আসন হিসেবে ঘোষণা করতে হবে। অন্যথায় আমরা কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবো, এমনকি চান্দুরা হাই রোডও অবরোধ করা হবে।”
পথসভায় আরও উপস্থিত ছিলেন:বুধন্তী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আব্দুল কাইয়ুম রাষ্ট্র, সাবেক যুবদল আহ্বায়ক গোলাম জহির,যুবদল নেতা আলী হোসেন, আরাফাত, লিটন মুন্সি,স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মিয়াব আলী,বিজয়নগর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য রাষ্ট্র সরকার, সহ ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ,সহ বিজয়নগরের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এই বিক্ষোভে অংশগ্রহণ করেন এবং এক কণ্ঠে সংসদীয় সীমানা পুনর্বিন্যাসের বিরোধিতা করেন।