রাবির আইআর বিভাগে ‘ভূরাজনীতি ও বাংলাদেশ’ শীর্ষক সেমিনার

Share the post
সৈয়দ মাহিন ,রাজশাহী বিশ্ববিদ্যালয়:রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের আয়োজনে ‘ভূরাজনীতি ও বাংলাদেশ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ জুলাই) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী ভবনের ক্যারিয়ার কাউন্সেলিং অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টারে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের স্বাগত বক্তব্যে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সভাপতি ড. মো. শরিফুল বলেন, ‘আঞ্চলিক ও বৈশ্বিক শক্তির বিবেচনায় বাংলাদেশের ভৌগোলিক অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের দেশে বিপুল পরিমাণ সম্পদ রয়েছে, কিন্তু তা যথাযথভাবে ব্যবহৃত হচ্ছে না। ভূরাজনৈতিক দিক থেকে এই সম্পদের গুরুত্ব অপরিসীম তাই আমাদের তা কাজে লাগাতে হবে।’
বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী মালিহা খান পুস্পিতার সঞ্চালনায় সেমিনারে প্রধান বক্তা বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)-এর আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. মো. আমিনুল করিম বলেন, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থীদের জন্য ভূরাজনীতি বিষয়ে সমালোচনামূলক দৃষ্টিভঙ্গি গড়ে তোলা অত্যন্ত জরুরি।
আলোচনায় তিনি বাংলাদেশের ভূরাজনীতিতে বঙ্গোপসাগর, সুন্দরবনসহ অন্যান্য প্রাকৃতিক সম্পদের ভূমিকা তুলে ধরেন। পাশাপাশি জলবায়ু পরিবর্তনকে বাংলাদেশের ভূরাজনৈতিক অবস্থানে একটি গুরুত্বপূর্ণ নিয়ামক হিসেবে চিহ্নিত করেন। এছাড়া ইন্দো প্যাসিফিক অঞ্চলের ভূরাজনীতি নিয়েও বিশদ আলোচনা করেন প্রধান এ বক্তা।
সেমিনারের শেষ পর্যায়ে অতিথি ও শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিভাগের অন্যান্য শিক্ষকসহ প্রায় দুই শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

চোরাচালান, মাদক দমন ও জীববৈচিত্র্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে কোস্ট গার্ড দক্ষিণ জোন

Share the post

Share the postমোঃ সামিরুজ্জামান, প্রতিনিধি চ্যানেল ২১: বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোন প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশের সুবিশাল সমুদ্র, উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের নিরাপত্তা রক্ষায় অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এ অঞ্চলে আইন-শৃঙ্খলা বজায় রাখা, জনগণের জানমালের সুরক্ষা নিশ্চিত করা, চোরাচালান ও মাদক দমন, প্রাকৃতিক দুর্যোগে ত্রাণ কার্যক্রম পরিচালনা থেকে শুরু করে নানামুখী দায়িত্ব পালনের মাধ্যমে […]

‎নবীগঞ্জে গলায় ফাঁস দিয়ে এক যুবকের আত্মহত্যা

Share the post

Share the post স্বপন রবি দাশ,হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের নবীগঞ্জ সদর ইউনিয়নের পশ্চিম জাহিদপুর গ্রামের তানভীর আহমেদ (৩০) নামে এক যুবক নিজ রুমে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তিনি মৃত সিরাজ মিয়ার পুত্র। ‎স্থানীয় ও পারিবারিক সূত্র জানায়, শুক্রবার রাতের দিকে তানভীর নিজের রুমে ঘুমাতে যান। শনিবার সকাল ৯টার দিকে রুমের দরজা না খোলায় পরিবারের সদস্যরা […]