

মোঃরাশেদ খান ,ভোলা : সামাজিক দায়বদ্ধতা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের অংশ হিসেবে এবং জুলাই পূনর্জাগরণ অনুষ্ঠান ২০২৫ উপলক্ষ্যে বাংলাদেশ নৌবাহিনীর তত্ত্বাবধানে ভোলার তজুমদ্দিন ও চরফ্যাশন উপজেলায় একদিনব্যাপী ফ্রি চিকিৎসা ক্যাম্প ঔষধ বিতরণ কর্মসূচি ও মেডিক্যাল ক্যাম্পেইন এর আয়োজন করা হয়েছে।
সোমবার (২৮ জুন) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত তজুমদ্দিন উপজেলার ৩ নং চাঁদপুর ইউনিয়ন পরিষদ ও চরফ্যাশন উপজেলার কেরামতগঞ্জ পূর্ব মিয়াজানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সর্বমোট প্রায় ৬ শতাধিক নারী, পুরুষ ও শিশুকে বিনামূল্যে চিকিৎসাসেবা দেয়া হয়েছে। নৌবাহিনীর অভিজ্ঞ চিকিৎসক দল সাধারণ রোগের পাশাপাশি বিভিন্ন জটিল রোগেরও চিকিৎসা দেন।এবং রোগীদের তুলে দেয়া হয় প্রয়োজনীয় ঔষধপত্র।
উপজেলা প্রশাসন ও জনপ্রতিনিধিদের মাধ্যমে স্থানীয় অসহায় মানুষকে চিকিৎসা কেন্দ্রে আসার জন্য অবহিত করা হয় বলে জানান বাংলাদেশ নৌবাহিনী।
স্থানীয়রা বলছে এই ধরনের মানবিক উদ্যোগ এলাকার গরিব দুঃখী অসহায় মানুষের জন্য অত্যন্ত সহায়ক, বিশেষ করে যারা দূরবর্তী এলাকায় গিয়ে চিকিৎসা নিতে পারেন না তাদের জন্য এটি আশীর্বাদ।
চিকিৎসা নিতে আসা নারী বলেন ,তজুমদ্দিন স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তার সংকট। এছাড়া সেখানে গিয়ে ৫ টাকার টিকিট কেটে দুই ঘণ্টা লাইনে দাঁড়িয়ে এক পাতা নাপা আর ৫টা গ্যাস্ট্রিকের ওষুধ ছাড়া কিছুই পাই না। সব রোগের একই ঔষধ দেয়। আর এখানে এসে ভালো চিকিৎসা ও ফ্রিতে অনেক ঔষধ পেয়েছি।
বাংলাদেশ নৌবাহিনীর মেডিসিন স্পেশালিস্ট সার্জন লেফটেন্যান্ট কমান্ডার ফারহান আবিদ (বিএন) তজুমদ্দিন এর চিকিৎসা দিচ্ছেন এবং চরফ্যাশনে সার্জন লেফটেন্যান্ট কমান্ডার মো: ইব্রাহীম খলিলুল্লাহ, বিএন চিকিৎসা প্রদান সহ ভোলা ৬ শতাধিক উপকূলীয় প্রান্তিক নিন্ম আয়ের মানুষকে চিকিৎসা প্রদান করেন।
নৌবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, দেশের উপকূলীয় ও প্রত্যন্ত অঞ্চলে নিয়মিতভাবে এ ধরনের সেবামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে এবং উপকূলীয় মানুষের নিরাপত্তায় এবং সেবামূলক কর্মকাণ্ড ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।