সখিপুরে পুলিশের অভিযানে ৭ কেজি গাঁজা উদ্ধার, আটক দুই যুবক
এম এম জসিম উদ্দিন,শরীয়তপুর: সখিপুর থানার পুলিশের অভিযানে ৭ কেজি গাঁজাসহ দুই যুবককে আটক করা হয়েছে। গতকাল রোববার (২৭ জুলাই) গোপন সংবাদের ভিত্তিতে সখিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ওবায়দুল হকের নির্দেশে পরিচালিত এ অভিযানে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন রাকি ভূইয়া (২৮), পিতা: মালেক ভূইয়া এবং রিয়াজ সরকার (২১), পিতা: সোহেল সরকার। তারা কুমিল্লা থেকে চাঁদপুর ফেরিঘাট হয়ে বরিশালগামী ছিলেন। মোটরসাইকেলযোগে তারা দুইটি স্কুল ব্যাগে করে গাঁজা বহন করছিলেন।
পুলিশ জানায়, বালার বাজার ব্রীজ এলাকায় মোটরসাইকেল থামাতে বললে দুই যুবক পালানোর চেষ্টা করে। পুলিশ ধাওয়া করে ডিএম খালি ইউনিয়নের গাজী কান্দি এলাকা থেকে তাদের আটক করে। আটককৃতদের কাছ থেকে একটি Apache RTR-150 সিসি মোটরসাইকেল ও ৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা স্বীকার করেছে যে, তারা দীর্ঘদিন ধরে কুমিল্লা থেকে শরীয়তপুর ও বরিশাল এলাকায় অবৈধভাবে মাদক সরবরাহ করে আসছে।
ওসি ওবায়দুল হক বলেন, “আমরা গোপন সংবাদের ভিত্তিতে দীর্ঘ এক ঘণ্টার অভিযানে তাদের আটক করতে সক্ষম হয়েছি। আপনাদের সহযোগিতায় আমরা মাদকবিরোধী অভিযানে সফলতা পাচ্ছি। ভবিষ্যতেও এ ধরনের সহায়তা পেলে মাদক ব্যবসায়ীদের শিকড় উপড়ে ফেলতে পারবো।”এ ঘটনায় সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।