

আশিকুর রহমান, নরসিংদী : নরসিংদী সদর উপজেলার শীলমান্দিতে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ভাই কর্তৃক ভাইয়ের নিকট ৫০ লাখ টাকা চাঁদা দাবী করে না পাওয়ায় বাড়ি দখলের চেষ্টা করছে বলে থানায় লিখিত অভিযোগ করেছেন আরেক ভাই।
বুধবার বিকেলে সদর উপজেলার শীলমান্দী ইউনিয়নের শীলমান্দী গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী মোঃ বিল্লাল সরকার ওই গ্রামের মোঃ তালেব আলী সরকারের ছেলে। ভুক্তভোগী বিল্লাল পুলিশী সাহায্যে ৯৯৯ এ ফোন দিলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। অভিযোগ ও পরিবার সূত্রে জানা যায়, বিল্লাল সরকার শীলমান্দী মৌজার আরএস ১৫২৮, ৭১৪ নং দাগে ৩০ শতাংশ জমি তার পিতার সাথে এওয়াজ বিনিময় সূত্রে মালিক হয়ে দীর্ঘদিন যাবত ভোগ দখল করে আসছে। এই জমিটির উপর লোলপ দৃষ্টি পরে তারই ছোট ভাই আল-আমিন সরকার, কবির সরকার, শুভ সরকার, দুলাল সরকার, ইথার সরকার, সবুজ সরকার, সোহেল সরকার ও পরশ সরকারের। বিল্লালের জমিটি জোর পূর্বক দখল করার জন্য বিভিন্ন অপচেষ্ঠায় লিপ্ত হয়। এ নিয়ে দু’পক্ষের মাঝে বেশ কয়েকবার ঝগড়া-বিবাদের সৃষ্টি হয়। একপর্যায়ে গত ১১ মে সকালে আল আমিন সরকার, কবির সরকার গংরা বিল্লাল সরকারের উপর হামলা করে গুরুত্বর আহত করে। পরে বিল্লাল সরকার অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেন। পরে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতেও ১৪৫ ধারা মামলা দায়ের করেন।
এতে বিবাদীরা ক্ষিপ্ত হয়ে জমি ভোগদখল করতে হলে তাদেরকে ৫০ লাখ টাকা চাঁদা দিতে বলে বিল্লাল সরকারের কাছে দাবি করে, না দিলে তার পরিবারের স্বজনদের চিরতরে পৃথিবী থেকে বিদায় করে দিবে বলে হুমকি দেয়। এতে বিবাদীরা ক্ষিপ্ত হয়ে বুধবার দুপুরে অজ্ঞাত আরও ২০-২৫ জন সন্ত্রাসীরা রামদা, কুড়াল, চাপাতি, ছুরি ও লাঠি নিয়ে জোরপূর্বক তার বাড়ির সামনের প্রবেশপথ দিয়ে ইট দিয়ে ওয়াল নির্মাণ করে। পরে বিল্লাল সরকার ৯৯৯ পরিষেবায় ফোন দিলে দ্রুত পুলিশ ঘটনাস্থলে ছুটে এলে পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা দ্রুত পালিয়ে যায়। পরে ভুক্তভোগী বিল্লাল সরকার থানায় উপস্থিত হয়ে লিখিত অভিযোগ দায়ের করেন।
এবিষয়ে বিল্লাল হোসেন বলেন, আমি আমার জমিতে দীর্ঘবছর ধরে দখলে থেকে বাড়ি নির্মাণ করছিলাম। এতে বাঁধ সাধে আমার ভাই ও ভাতিজাদের। তারা হঠাৎ করেই জমি দাবি করে। এনিয়ে এলাকার চেয়ারম্যান সহ গণ্যমাণ্য ব্যক্তিরা বসে আমার পক্ষে রায় দেয়। তারপরও তারা একাধিকবার আমার উপর হামলা করে আহত করে। এনিয়ে আমি আদালতে দারস্থ হয়েছি। আদালতে বিচার চলমান থাকা সত্ত্বেও তারা আমার নির্মাণাধীন বাড়ি ইট দিয়ে দেওয়াল তৈরি করে প্রবেশ পথ বন্ধ করে বাড়িটি দখল করার চেষ্টা করে। এতে আমি ও আমার পরিবার বর্তমানে নিরাপত্তাহীনতায় ভূগছি।