মোঃ ফরিদুজ্জামান কোনাবাড়ী (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের কোনাবাড়ী জরুন ৭নং ওয়ার্ডে অবস্থিত এফ কে আর আইডিয়াল স্কুল ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে। এবারের পরীক্ষায় অংশ নিয়েছিল মোট ২৫ জন শিক্ষার্থী। গর্বের বিষয় হলো, সকল শিক্ষার্থীই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, যা শতভাগ পাসের হার নিশ্চিত করেছে।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, ১৮ জন শিক্ষার্থী A গ্রেড অর্জন করেছে, এবং বাকি ৭ জন পেয়েছে A- গ্রেড। এ অর্জন বিদ্যালয়ের অধ্যয়ন পদ্ধতি, অভিজ্ঞ শিক্ষকগণের নিরলস পরিশ্রম এবং শিক্ষার্থীদের নিষ্ঠার ফল বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইমরান হাসান বলেন,
>আমরা এই ফলাফলে অত্যন্ত
গর্বিত। নিয়মিত পাঠদান,
নিয়ম শৃঙ্খলা এবং
অভিভাবকদের সহযোগিতার
কারণেই এই সফলতা
এসেছে।”
বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ ফরিদুজ্জামান বলেন,
>শুধু ফলাফল নয়,
মানবিকতা, নৈতিকতা ও
নেতৃত্বগুণসম্পন্ন নাগরিক
গড়াই আমাদের প্রধান লক্ষ্য।
এই ফলাফল আমাদের সেই
লক্ষ্যের পথে উৎসাহিত
করছে।”
অভিভাবকদের মধ্যে আনন্দের জোয়ার বইছে। একজন অভিভাবক বলেন,
“বিদ্যালয়ের সুষ্ঠু পরিবেশ ও
শিক্ষকদের আন্তরিক
প্রচেষ্টায় আজ আমাদের
সন্তানেরা এমন সাফল্য
অর্জন করেছে।”
>ফলাফল সারসংক্ষেপ:
পরীক্ষার্থীর সংখ্যা: ২৫ জন
পাস করেছে: ২৫ জন (১০০%)
A গ্রেড (GPA 5.00): ১৮ জন
A- গ্রেড: ৭ জন
বিদ্যালয়ের পক্ষ থেকে সফল শিক্ষার্থীদের সংবর্ধনার আয়োজন করার পরিকল্পনা রয়েছে বলে জানা গেছে।