

হৃদয় আহমেদ ,ভালুকা, ময়মনসিংহ: ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক অভিযান পরিচালনা করা হয় ৷ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: ইকবাল হোসাইন।
এ সময় দন্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ধারা ভঙ্গ করে সরকারি নির্দেশ অমান্য করে সেবা প্রার্থীদের কাছ থেকে অর্থ গ্রহণ করায় এবং ঔষধের স্লিপ ব্যতীত সরকারি ঔষধ নিজের কাছে রাখায় “কারাদণ্ড” প্রদান করা হয়।
এই সময় হাসপাতালে চিকিৎসা নিতে আসা সেবা আগ্রহীতারা জানান এইরকম অভিযান অব্যাহত থাকলে চিকিৎসা নিতে আসা সাধারণ মানুষ সরকারি ওষুধ ও নির্বিঘ্নে চিকিৎসা নিতে পারবে ৷
জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: ইকবাল হোসাইন ৷