রাঙ্গাবালীতে ছাত্রশিবিরের নেতার ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন

Share the post

মোঃ আশরাফুল ইসলাম,রাঙ্গাবালী (পটুয়াখালী)প্রতিনিধি:চব্বিশের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সক্রিয়ভাবে অংশগ্রহণকারী ইসলামি ছাত্রশিবিরের তোলারাম কলেজ শাখার সেক্রেটারী মো. সাইফুল্লাহ মানসুর সামিরের ওপর পটুয়াখালীর রাঙ্গাবালীতে সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে।

রোববার বিকেল সাড়ে ৫টায় উপজেলা সদরের বাহেরচর চৌরাস্তায় এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়।

ছাত্রসমাজ ও সর্বস্তরের জনগণের ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে শতাধিক মানুষ অংশ নেন। কর্মসূচিতে অনতিবিলম্বে হামলাকারীদের আইনের আওতায় এনে বিচারের দাবি জানান বক্তারা। তারা বলেন, উপজেলার মৌডুবি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড (কাজিকান্দা) স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক জাকারিয়া মোল্লার নেতৃত্বে ১০-১২ জন সন্ত্রাসী জুলাই আন্দোলনের সমন্বয়ক ও ছাত্রশিবির নেতা সাইফুল্লাহ মনসুরের ওপর হামলা চালান। ন্যাক্কারজনক এ হামলার নিন্দা ও প্রতিবাদ জানানো হয় কর্মসূচিতে।

উল্লেখ্য, শুক্রবার রাত পৌনে নয়টায় রাঙ্গাবালী উপজেলার মৌডুবি বাজারে সাইফুল্লাহ মানসুরের ওপর এ হামলার ঘটনা ঘটে। এ হামলায় ছাত্রশিবির নেতা সাইফুল্লাহ ছাড়াও আরও দুইজন আহত হন।

এ প্রসঙ্গে অভিযুক্ত মৌডুবি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক জাকারিয়া মোল্লা বলেন, ‘২০১৮ সালের নির্বাচনী প্রচারকালে তার ওপর অতর্কিতভাবে হামলা চালান সাইফুল্লাহ মানসুর।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

বেগম জিয়ার জন্য নিয়ে আসা ‘কালা মানিক’ গরুটি গ্রহণ করেন নি

Share the post

Share the postমোঃ সামিরুজ্জামান, প্রতিনিধি :বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তার প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা জানিয়ে উপহার হিসেবে নিয়ে আসা আলোচিত ‘কালা মানিক’ গরুটি গ্রহণ করেননি। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।বৃহস্পতিবার (৫ জুন) দিবাগত রাত ১২টা ১০ মিনিটে গণমাধ্যমকে তিনি জানান, পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার উত্তর ঝাটিবুনিয়া গ্রামের […]

পটুয়াখালীতে চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকিতে আদালতে মামলা ৷ 

Share the post

Share the post মোঃ রিয়াজুর রহমান পটুয়াখালী প্রতিনিধি  :বদরপুরে চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকির অভিযোগ তুলেছেন সদর উপজেলা বদরপুর ইউনিয়নের মোঃ মজিদ হাওলাদার এর ছেলে মোঃ জামাল হাওলাদার (৩৫) পোল্ট্রি ব্যবসায়ী ৷ এ ঘটনায় পটুয়াখালী বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল  ম্যাজিস্ট্রেট ১ম আদালতে ৪(জুন) ৫ জনকে আসামি করে  মামলা দায়ের করা হয়েছে। মামলা সূত্রে জানা যায় ২(জুন) […]