মুক্তিযুদ্ধ মঞ্চ চট্টগ্রাম মহানগরের সাংগঠনিক সম্পাদক সজীব আনোয়ার ইভানের আজ (২ এপ্রিল) তার জন্মদিন।
নিজস্ব প্রতিবেদক: মুক্তিযুদ্ধ মঞ্চ চট্টগ্রাম মহানগরের সাংগঠনিক সম্পাদক সজীব আনোয়ার ইভানের আজ (২ এপ্রিল) তার জন্মদিন। এমন দিনে অসহায়দের পাশে দাঁড়ালেন তিনি। করোনায় অসহায় হয়ে পড়া মানুষদের নিজ হাতে খাবার পৌঁছে দিলেন। বর্তমানে করোনায় আক্রান্ত সারা পৃথিবী। এর প্রভাব পড়েছে বাংলাদেশও। চলমান সংকটময় পরিস্থিতিতে গরীব-অসহায় মানুষদের জীবন-জীবিকা নির্বাহ করা কঠিন হয়ে পড়েছে। অধিকাংশ মানুষই দুবেলা খাবার জোটাতে হিমশিম খাচ্ছে। এমন জনগোষ্ঠীর দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন নানা শ্রেণি পেশার মানুষ। তাই নিজের ২৬তম জন্মদিনে দরিদ্রদের জন্য খাবারের ব্যবস্থা করেছেন তিনি। ঠিক কতজনকে খাওয়াচ্ছেন সেটা না বললেও নিজ হাতেই সবার কাছে খাবার পৌছে দিয়েছেন এই তরুণ নেতা। বৃহস্পতিবার নিজের ফেসবুকে এক পোস্টে সজীব আনোয়ার ইভান এই বিষয়টি জানিয়ে লিখেছেন, ‘এটা কোন লোক দেখানো পোস্ট নয়। আমার সামর্থ্যানুযায়ী যতটুকু সম্ভব হয়েছে আমি তাদের পাশে দাঁড়িয়েছি। আপনাদেরকেও অসহায়দের পাশে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি। আপনার সামর্থ্যের মধ্যে ১জন, ৫জন বা তার অধিক যে যতটুকু পারেন সাহায্যের হাত বাড়িয়ে দিন। আমরা পারি আমাদের দেশের এই সংকটময় মুহূর্তে অসহায় মানুষদের পাশে দাঁড়াতে