প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে আয়মান সাদিকের অনুপ্রেরণামূলক সেশন: এআই নিয়ে ভাবনার নতুন দিগন্ত

Share the post

মুহাম্মদ রনি,প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি :আজ প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো এক অনন্য শিক্ষামূলক ও অনুপ্রেরণামূলক সেশন, যেখানে অতিথি ছিলেন বাংলাদেশের জনপ্রিয় শিক্ষাবিদ ও ১০ মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা আয়মান সাদিক। এটি ছিল তাঁর তৃতীয়বারের মতো প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে আগমন।

এবারের আলোচনার মূল বিষয় ছিল — “এআই ও ভবিষ্যতের শিক্ষা”। আয়মান সাদিক তাঁর স্বভাবসিদ্ধ প্রাণবন্ত উপস্থাপনায় শিক্ষার্থীদের সামনে তুলে ধরেন কিভাবে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) আমাদের জীবন, শিক্ষা ও ভবিষ্যৎকে রূপান্তরিত করছে।

তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন,
“এআইকে ব্যবহার করো শেখার জন্য, শুধু স্ক্রল করার জন্য নয়। সময়ের সঠিক ব্যবহার করো, এবং প্রযুক্তিকে নিজের দক্ষতা বৃদ্ধির জন্য কাজে লাগাও।”

সেশনে উপস্থিত ছিল বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ। প্রশ্নোত্তর পর্বে শিক্ষার্থীরা এআই, ক্যারিয়ার ও ভবিষ্যৎ নিয়ে নানা প্রশ্ন করেন, যার উত্তর আয়মান সাদিক খুব সহজ ভাষায় ও উৎসাহব্যঞ্জকভাবে দেন।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানান, এই ধরণের সেশন শিক্ষার্থীদের মাঝে ইতিবাচক দৃষ্টিভঙ্গি ও বাস্তব জ্ঞান অর্জনে সহায়ক ভূমিকা রাখে। আয়মান সাদিকের উপস্থিতি ও মূল্যবান বক্তব্য বিশ্ববিদ্যালয়ের পরিবেশকে আরও উদ্দীপনাময় করে তোলে।

প্রসঙ্গত, আয়মান সাদিক বর্তমানে দেশের অন্যতম অনুপ্রেরণাদায়ী তরুণ আইকন, যিনি প্রযুক্তির সঠিক ব্যবহারের মাধ্যমে শিক্ষাকে গণমুখী করার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে অর্থনীতি বিভাগের আয়োজনে জমকালো BBQ Party ২০২৫

Share the post

Share the post প্রতিবেদক: মো. মুহাম্মদ রনিক্যাম্পাস প্রতিনিধি,ঢাকা: প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অর্থনীতি বিভাগ আয়োজন করলো এক ব্যতিক্রমধর্মী ও উৎসবমুখর অনুষ্ঠানের—BBQ Party ২০২৫। বৃহস্পতিবার (৭ আগস্ট ২০২৫) দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের রুফটপে এ আয়োজন অনুষ্ঠিত হয়, যেখানে অংশগ্রহণ করেন শিক্ষক-শিক্ষার্থী ও প্রশাসনের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর […]

“জুলাই-আগস্ট ২০২৪ এর শহীদদের স্মরণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বিশেষ দোয়া ও স্মরণসভা”

Share the post

Share the post মোহাম্মদ রনি, ক্যাম্পাস প্রতিনিধি, প্রেসিডেন্সি ইউনিভার্সিটি:জুলাই-আগস্ট ২০২৪ এর ঐতিহাসিক গণঅভ্যুত্থানে আত্মত্যাগকারী বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের স্মরণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি আয়োজিত দোয়া মাহফিল ও স্মরণসভা এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে আয়োজিত এ আয়োজনে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপাচার্য, কোষাধ্যক্ষ, রেজিস্ট্রার, পরিচালক, অনুষদপ্রধানগণ, শিক্ষকবৃন্দ, ছাত্রছাত্রী এবং প্রশাসনের বিভিন্ন পর্যায়ের সমন্বয়কবৃন্দ। সকলেই নীরবতা […]