

ফয়সাল আলম সাগর, চকরিয়া-পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি: কক্সবাজারের পেকুয়া উপজেলার উজানটিয়া ইউনিয়ন থেকে ৭৫০ গ্রাম গাঁজা, দুটি চাইনিজ চাপাতি, বোতল ভর্তি দেশীয় তৈরি চোলাই মদ ও মাদক বিক্রির ১৪ হাজার দুইশত টাকাসহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। সোমবার (৫ মে) সকাল ৭টার দিকে যৌথ বাহিনীর একটি আভিযানিক দল ৬ নং ওয়ার্ড টেকঘোনায় এ অভিযান পরিচালনা করেন। এসময় নিজ বাড়ি থেকে নুরুল আজিম (৪৫) নামের একজনকে আটক করা হয়। তিনি ওই এলাকার মৃত করিমদাদ এর ছেলে।
এ ব্যাপারে পেকুয়া থানার উপপরিদর্শক (এসআই) উগগ্যজাই বলেন, যৌথ বাহিনীর অভিযানে গাঁজাসহ একজনকে আটক করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন। পুলিশ বাদি হয়ে তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করবে।