জুলাই বিপ্লবের শহীদ আবু সাঈদের বাড়িতে পাবিপ্রবি উপ-উপাচার্য ড. নজরুল ইসলাম

Share the post
মনিরুল ইসলাম ,পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়  প্রতিনিধি: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শহীদ আবু সাঈদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) উপ-উপাচার্য প্রফেসর ড. নজরুল ইসলাম।
শনিবার (২৬ এপ্রিল) রংপুরের পীরগঞ্জ উপজেলার মদনখালী ইউনিয়নের জাফরপাড়া গ্রামের বাবনপুরে শহীদ আবু সাঈদের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন তিনি। এসময় তিনি শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেন এবং তাঁর পিতা মকবুল হোসেন ও মাতা মনোয়ারা বেগমের খোঁজখবর নেন এবং তাঁদের সঙ্গে কথা বলেন। এ সময় আবু সাঈদ ফাউন্ডেশনের সম্পাদক আবু হোসেনও উপস্থিত ছিলেন।
পাবিপ্রবি উপ-উপাচার্য ড. নজরুল ইসলাম বলেন, “বিশ্ব মেধা সম্পদ দিবস উপলক্ষে আয়োজিত প্রোগামে আমি মুল বক্তা হিসেবে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলাম। জুলাই আন্দোলনে আবু সাঈদের শহীদ হওয়ার পর পরিস্থিতির পরিবর্তন ঘটে। আবু সাঈদসহ সকল শহীদের প্রাণের বিনিময়ে আমাদের জুলাই অভ্যুত্থান সফল হয়েছে। আমি বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে নয়, ব্যক্তিগত অনুভূতি থেকে গিয়েছি। আবু সাঈদের কবর জিয়ারত করেছি এবং তাঁর রুহের মাগফিরাত কামনায় দোয়া করেছি।”
তিনি আরও বলেন, “আবু সাঈদের বাবা-মা অত্যন্ত সহজসরল এবং অমায়িক মানুষ। সন্তান হারানোর ট্রমা থেকে তাঁরা এখনো পুরোপুরি বের হতে পারেননি। মানসিক ও অর্থনৈতিকভাবে তাঁরা খুব বেশি স্বচ্ছল নন। আমি তাঁদের কাছে আমার জন্য দোয়া চেয়েছি। আল্লাহ শহীদদের পিতা-মাতার দোয়া কবুল করেন।”

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

ধোবাউড়ায় ১৫ আগস্টে কর্মসূচি পালনকে কেন্দ্র করে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা সন্দেহে আটক-১

Share the post

Share the postময়মনসিংহের ধোবাউড়ায় ১৫ আগস্ট কর্মসূচি পালন করেছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা।উপজেলার বাকপাড়া এলাকায় এই কর্মসূচি পালন করা হয়। কর্মসূচি পালনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ছড়িয়ে পড়ে। এরপর বিষয়টি পুলিশের নজরে আসে। আজ সোহেল মিয়া নামে এক ব্যাক্তিকে নিষিদ্ধ সংগঠনের নেতা সন্দেহে আটক করে থানায় আনা হয়। এই ঘটনার পর আটককৃত ব্যাক্তি […]

বিজয়নগরে মৎস্য সপ্তাহ উদ্বোধন, র‍্যালি,পোনামাছ অবমুক্ত ও আলোচনা সভা অনুষ্ঠিত

Share the post

Share the postমাহমুদুল হাসান,স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃ ‘অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি’ প্রতিপাদ্যকে সামনে রেখে নানা আয়োজনের মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত হয়েছে। ১৮ আগস্ট সোমবার সকাল ১১টায় উপজেলা উপজেলা পরিষদ থেকে এ উপলক্ষে একটি র‍্যালি বের হয়ে উপজেলা চত্বর প্রদক্ষিণ শেষে আবারো একই স্থানে গিয়ে শেষ। পরে উপজেলা চত্বরের […]