রাবিতে বিশ্ব ডিএনএ দিবস পালিত

Share the post
সৈয়দ মাহিন রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি :রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি (জিইবি) বিভাগ এক আনন্দঘন পরিবেশে বিশ্ব ডিএনএ দিবস পালন করেছে। শুক্রবার (২৫ এপ্রিল) বিভাগের উদ্যোগে জাঁকজমকভাবে উক্ত দিবসটি উদযাপন করা হয়।
এদিনের কার্যক্রম শুরু হয় র‍্যালি দিয়ে, যেখানে শিক্ষার্থীরা ডিএনএ সম্পর্কিত বিভিন্ন জ্ঞানগর্ভ বার্তা সম্বলিত প্ল্যাকার্ড ও ফেস্টুন নিয়ে ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করেন। এই র‍্যালি দিয়ে ডিএনএ এর গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানভিত্তিক আগ্রহ সৃষ্টির চেষ্টা করা হয়।
বিভাগের পক্ষ থেকে আগামী রবিবার কুইজ প্রতিযোগিতা এবং আলোচনা সভার আয়োজন করা হয়েছে। কুইজে শিক্ষার্থীরা ডিএনএ এর গঠন, কাজ এবং এর বিভিন্ন ক্ষেত্রে প্রয়োগ সম্পর্কে তাদের জ্ঞান যাচাই করবেন। অন্যদিকে, আলোচনা সভায় ডিএনএ এর আধুনিক গবেষণা, রোগ নির্ণয়, জিন থেরাপি, কৃষি ও পরিবেশের উপর এর প্রভাব নিয়ে বিশদ আলোচনা করবেন শিক্ষক এবং গবেষকরা।
রাবির জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বিভাগের জন্য বিশ্ব ডিএনএ দিবস একটি বিশেষ তাৎপর্য বহন করে। ডিএনএ হলো জীবনের মৌলিক ভিত্তি এবং বংশগতির ধারক। এই অণুর জ্ঞানই জেনেটিক ইঞ্জিনিয়ারিং এবং বায়োটেকনোলজির মতো গুরুত্বপূর্ণ শাখাগুলোর মূল ভিত্তি স্থাপন করেছে, যা মানবকল্যাণে অসামান্য অবদান রেখে চলেছে।
বিভাগ নিয়মিতভাবে শিক্ষাদান ও গবেষণার পাশাপাশি এ ধরনের দিবস পালনের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানভিত্তিক আগ্রহ সৃষ্টি এবং জ্ঞান অর্জনে উৎসাহিত করে।
আগামী রবিবারের কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভাটি নিঃসন্দেহে শিক্ষক-শিক্ষার্থীদের জন্য একটি মূল্যবান অভিজ্ঞতা হবে এবং ডিএনএ-এর রহস্যময় জগৎ সম্পর্কে তাদের জ্ঞানকে আরও সমৃদ্ধ করবে বলে ধারণা করা হচ্ছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

সরকারি স্বীকৃতি পেল রাজশাহী ইউনিভার্সিটি এডুকেশন ক্লাব 

Share the post

Share the post সৈয়দ মাহিন রাজশাহী বিশ্ববিদ্যালয়  প্রতিনিধি :রাজশাহী বিশ্ববিদ্যালয়ভিত্তিক শিক্ষা ও গবেষণা সংগঠন রাজশাহী ইউনিভার্সিটি এডুকেশন ক্লাব (RUEC) জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর কর্তৃক ‘গ’ শ্রেণির বিজ্ঞান ক্লাব হিসেবে সরকারি স্বীকৃতি পেয়েছে। গত ১৯ জুলাই ২০২৫ থেকে শুরু হয়ে এই নিবন্ধন ১৯ জুলাই ২০৩০ পর্যন্ত কার্যকর থাকবে। ২০১৯ সালে প্রতিষ্ঠিত ক্লাবটি শুরু থেকেই  শিক্ষার্থীদের […]

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে শিক্ষার্থীর মৃত্যু; শিক্ষার্থীরা রাবি মেডিকেলের নাম দিল ‘নাপা সেন্টার’

Share the post

Share the post সৈয়দ মাহিন রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গতকাল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বাংলা বিভাগের  এক শিক্ষার্থী মারা গেছেন। চিকিৎসা কেন্দ্রের অবহেলা ও প্রশাসনের দায়িত্বহীনতার অভিযোগ এনে মানববন্ধন করেছেন সাধারণ শিক্ষার্থীরা। এ সময় তারা রাবি মেডিকেল সেন্টারের নাম পরিবর্তন করে ‘নাপা সেন্টার’ ব্যানার টাঙিয়ে দেন। বৃহস্পতিবার (১৭ জুলাই) বেলা ৩টায় বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে […]