‎ভাঙনের কবলে পটুয়াখালীর রাঙ্গাবালীর বিচ্ছিন্ন দ্বীপ ইউনিয়ন “চালিতাবুনিয়া”

Share the post

আশরাফুল ইসলাম, রাঙ্গাবালী (পটুয়াখালী): ‘কোথায় যামু (যাবো), কুম্মে যামু, কি করমু (করবো) এহন (এখন) আল্লাহ ই ভালো জানেন, জাগা জমি (জায়গা) তো সবই নদীতে। আর কিচ্ছু (কিছু) নাই আমাগো’। কথাগুলো বলছিলেন নদীর তীরে এসে অপলোক দৃষ্টিতে তাকিয়ে থাকা বয়োবৃদ্ধ রেনু বেগম। হারানো স্মৃতি তাকে প্রায়ই টেনে আনেন নদীর তীরে। গত ১০ বছরে তিনবার এই নদী কেড়ে নিয়েছে বয়োবৃদ্ধ রেনু বেগমের ভিটেবাড়ি। সেখানে ছিল হাসি আনন্দ, ছিল স্বপ্ন। কিন্তু আজ শুধুই স্মৃতি। নতুন করে ঘুরে দাঁড়াতে না দাড়াতেই আবারও ভাঙনের কবলে পড়তে হয়েছে তাকে। রক্ষা করতে পারেননি তার সহায় সম্পদ। এখন বাঁধ ঘেঁসে যেখানে বসবাস করছেন, তাও ভাঙনের মুখে। এই ভাঙনের গল্প শুধু রেনু বেগমের একার নয়, এটি উপকূলীয় পটুয়াখালীর রাঙ্গাবালীর বিচ্ছিন্ন দ্বীপ ইউনিয়ন চালিতাবুনিয়ার শত শত পরিবারের কষ্টের গল্প। শত শত পরিবার তাদের বসতভিটে বাড়ি, জমি, সম্পদ হারিয়েছেন। সব হারিয়ে কেউ হয়েছেন নিঃস্ব। এমনকি অনেক প্রিয়জনের কবরও আজ নদী গ্রাস করেছে। জীবনের শেষ স্বপ্নগুলো, স্মৃতির জায়গাগুলো আজ নদী গ্রাস করেছে। আগুনমুখা নদীর স্রোতে হারিয়ে যাচ্ছে চালিতাবনিয়া ভিটেমাটি হারিয়ে কেউ কেউ চলে গেছে অন্য কোন এলাকায়, আবার কেউ শেষ সম্বলটুকু নিয়ে নদীর তীরে, বেড়িবাধের গায়ে কোনো রকমে ঠাঁই নিয়েছে। কিন্তু সেখানেও নিশ্চয়তা নেই। বছর পার হয়, ভাঙন বাড়ে কিন্তু জনপ্রনিধিদের দেয়া প্রতিশ্রুতির ফেলে আসা শব্দগুলো নদীর গর্জনে মিশে যায়। চালিতাবুনিয়ার আরেক বাসিন্দা নেছার হাওলাদার বলেন, ‘আমার প্রায় দুই কানি জমি আছিলো, (ছিলো) সবই এই আগুনমুখার প্যাডে (পেটে) চলে গেছে। এখন যে একটা ঘর উঠামু (উঠাবো) সেই জায়গাটুকু পর্যন্ত নাই। একে একে তিনবার বাড়ি পাল্টাইছি। পুকুর ঘের করে মাছ চাষ করলে তাও নুনা পানি (লবন পানি) ঢুইক্কা (ঢুকে) তছনছ কইরা (করে) ফালায়। স্থানীয় সূত্রে জানা যায়, বর্তমানে প্রায় ১৫ হাজার মানুসের বসবাস করা এ পর্যন্ত ইউনিয়নটির মূল ভূখন্ডের প্রায় তিন একাংশ বিলীন হয়েছে। এ জনপদে নদীভাঙন শুরু হয় ২০১৪ সাল থেকে। প্রশাসন ব্যবস্থা নেওয়ার আগে আরও কত বসভিটা, কত স্বপ্ন নদীর গহ্বরে তলিয়ে যাবে সে গল্প যেন চির অধরা আর অজানাই রয়ে যায়। চালিতাবুনিয়া এমন একটি জনপদ যার পরতে পরতে এখন শুধু ক্ষতি আর অনিশ্চিত ভবিষ্যৎ। আগুনমুখা নদীর তীব্র স্রোতের সঙ্গে মানুষের জীবনযুদ্ধ চলছেই। একদিকে নদীর ভাঙন, অন্যদিকে দুর্বল বেড়িবাঁধের এমন এক বাস্তবতা, যা প্রতিদিন এখানে বসবাস করা মানুষের জীবনকে বিপন্ন করে তুলছে। শোক আর ক্ষতিতে ডুবে থাকা এসব মানুষদের জীবন যেন এক অদৃশ্য যুদ্ধের নাম। স্থানীয় বাসিন্দাদের দাবি ভাঙনকবলিত চালিতাবুনিয়ায় এখনই টেকসই বেড়িবাঁধ নির্মাণের পাশাপাশি ব্লক দিয়ে নদীর তীর রক্ষার দীর্ঘমেয়াদি বা স্থায়ী পরিকল্পনা গ্রহণের কার্যকর ব্যবস্থা নেওয়া হোক। একদিকে নদীর স্রোত, অন্যদিকে দুর্বল বাঁধ এমনি পরিস্থিতিতে চলতে থাকা এসব মানুষের চাওয়া তাদের বসবাসের নিরাপত্তা নিশ্চিত করা। ক্ষতিগ্রস্তরা চাইছেন স্থায়ী টেকসই বাঁধ, নদীর তীর রক্ষায় কার্যকর উদ্যোগ। চালিতাবুনিয়ার প্যানেল চেয়ারম্যান বিপ্লব হাওলাদার জানান, এ ইউনিয়নের ১.২.৭,৮,৯ এ পাঁচটি ওয়ার্ড ভাঙ্গন কবলিত। লিখিতভাবে পানি উন্নয়ন বোর্ডে জানিয়েছি। তারা দ্রুত পদক্ষেপ নিয়ে ও ভাঙনকবলিত চালিতাবুনিয়ার মানুষের সামনে ঢাল হয়ে না আসলে এ জনপদ বিলীন হয়ে যাবে। রাঙ্গাবালী ইউএনও মো. ইকবাল হাসান বলেন, ভাঙনকবলিত চালিতাবুনিয়া রক্ষার জন্য পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে স্থায়ী ব্লক বাঁধ নির্মাণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

রাঙ্গাবালীতে ছাত্রশিবিরের নেতার ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন

Share the post

Share the postমোঃ আশরাফুল ইসলাম,রাঙ্গাবালী (পটুয়াখালী)প্রতিনিধি:চব্বিশের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সক্রিয়ভাবে অংশগ্রহণকারী ইসলামি ছাত্রশিবিরের তোলারাম কলেজ শাখার সেক্রেটারী মো. সাইফুল্লাহ মানসুর সামিরের ওপর পটুয়াখালীর রাঙ্গাবালীতে সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে। রোববার বিকেল সাড়ে ৫টায় উপজেলা সদরের বাহেরচর চৌরাস্তায় এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়। ছাত্রসমাজ ও সর্বস্তরের জনগণের ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে শতাধিক মানুষ অংশ নেন। […]

বেগম জিয়ার জন্য নিয়ে আসা ‘কালা মানিক’ গরুটি গ্রহণ করেন নি

Share the post

Share the postমোঃ সামিরুজ্জামান, প্রতিনিধি :বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তার প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা জানিয়ে উপহার হিসেবে নিয়ে আসা আলোচিত ‘কালা মানিক’ গরুটি গ্রহণ করেননি। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।বৃহস্পতিবার (৫ জুন) দিবাগত রাত ১২টা ১০ মিনিটে গণমাধ্যমকে তিনি জানান, পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার উত্তর ঝাটিবুনিয়া গ্রামের […]