সোনারগাঁয়ে ফরেস্ট চেকপোষ্টে পাঁচ লাখ টাকা মূল্যের চোরাই কাঠ সহ ট্রাক জব্দ
ফাহাদ, সোনারগাঁ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের সোনারগাঁ ফরেষ্ট চেক পোষ্টের সদস্যরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে টহল দিতে গিয়ে পাঁচ লাখ টাকা মূল্যের অবৈধ চোরাই আকাশমনি রদ্দা কাঠসহ একটি ট্রাক আটক করেছেন।
বুধবার (২৩ এপ্রিল) সকালে সোনারগাঁও উপজেলার আষাড়িয়ারচর এলাকায় আকাশমনি রদ্দা কাঠের একটি বড় চালান আটক করা হয়। আনুমানিক ২০০ ঘনফুট কাঠ উদ্ধার করা হয়েছে।
জানা গেছে, অবৈধ গাছের ট্রাকটি ঢাকা থেকে কুমিল্লার দিকে যাচ্ছিল এবং ত্রিপল দিয়ে ঢাকা ছিল। গাড়িটি সন্দেহ হলে ফরেষ্ট চেক পোষ্টের সদস্যরা থামিয়ে তল্লাশি করেন, এবং এ সময় গোপন এই কাঠের চালানটি উদ্ধার হয়। কাঠের বৈধ কাগজপত্র চাওয়া হলে, ড্রাইভার ও হেলপার দ্রুত পালিয়ে যায়।
সোনারগাঁও স্টেশন কর্মকর্তা আবু তাহের জানান, “আমরা নিয়মিত টহল চলাকালে গাড়িটি সন্দেহ হলে তা সার্চ করি এবং বৈধ কাগজপত্র না পাওয়ায় গাড়ি ও কাঠ আটক করা হয়। বর্তমানে গাড়িটি সোনারগাঁও অফিস হেফাজতে রাখা হয়েছে এবং মামলার প্রক্রিয়া চলছে।”
এ ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত চালিয়ে যাওয়ার কথা জানিয়েছে।