পারভেজ হত্যার প্রতিবাদে নজরুল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের মশাল মিছিল

Share the post

মোঃ মোমিন ইসলাম, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:   প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পারভেজ হত্যার প্রতিবাদে মশাল মিছিল  করেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।

 

২১ এপ্রিল, (সোমবার) রাতে বিশ্ববিদ্যালয়ের অগ্নীবিণা হলের সামনে থেকে মশাল মিছিল ও প্রতিবাদ কর্মসূচী শুরু হয় এবং তা বিশ্ববিদ্যালয়ের চির উন্নত মম শির চত্বর, প্রশাসনিক ভবন, কলা ও বিজ্ঞান ভবনসহ বিভন্ন জায়গা প্রদক্ষিণ করে।

 

মশাল মিছিল শেষে এক সংক্ষিপ্ত আলোচনায় পারভেজ হত্যার সাথে জড়িতদের বিচারের আহ্বান জানিয়ে ও আসামীদের সর্বোচ্চা শাস্তি নিশ্চিতকরণে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা মামুন বলেন – “পারভেজ ছাত্রদের স্বক্রিয় কর্মী ও গণ-অভ্যুত্থানের যোদ্ধা ছিলো। সৈরাচারের দোষরদের দ্বারা সারাদেশের ছাত্রদলের উপর নির্যাতন ও গুপ্তহত্যা হচ্ছে। ঘটনাসমূহের নায্য বিচার আদায় না হলে এবং কতৃপক্ষ দ্বারা নিরাপত্তা নিশ্চিত না হলে আমরা কঠোর প্রতিরোধ গড়ে তুলবো।

 

এছাড়াও পারভেজ হত্যার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির আহ্বান জানিয়ে নজরুল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক _ ফরহাদ হোসাইন বলেন যে,

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শাখা কর্তৃক আয়োজিত প্রাইম এশিয়া ইউনিভার্সিটির শিক্ষার্থী ও বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের মেধাবী ছাত্রনেতা জাহিদুল ইসলাম পারভেজ হত্যার প্রতিবাদে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।  সন্ত্রাসীরা যেই  দলেরই হোক না কেন পারভেজের খুনিদের অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তি দ্রুত বাস্তবায়ন করার দাবি জানাচ্ছি।

 

উল্লেখ্য যে বিগত, শনিবার (১৯ এপ্রিল) বিকেল সাড়ে ৪ টার সময় ইউনিভার্সিটি অব স্কলার্সের দুই ছাত্রীকে উত্যক্ত করার অভিযোগে জাহিদুল ইসলাম পারভেজের সঙ্গে তর্কাতর্কি হয় একই বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থীর।

ঘটনার একপর্যায়ে ক্যাম্পাস থেকে বের হওয়ার পর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ২২৩ ব্যাচের শিক্ষার্থী জাহিদুলকে একদল যুবক ছুরিকাঘাত করে। গুরুতর আহত অবস্থায় জাহিদুলকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।