পারভেজ হত্যার বিচার দাবিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতিবাদ

Share the post
মিজানুর রহমান, ইবি প্রতিনিধি: প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যাকাণ্ডের সাথে যুক্ত সকলের  তদন্ত সাপেক্ষে সর্বোচ্চ শাস্তির দাবিতে প্রতিবাদ সমাবেশ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।সোমবার (২১ এপ্রিল) বেলা ১১ টার দিকে বিশ্ববিদ্যালয়ের ডায়না চত্বরের পাশে এ মানববন্ধন করে তারা। এসময় আইন উপদেষ্টার পদত্যাগ দাবি করেন শিক্ষার্থীরা।
মানববন্ধনে অংশ নেয়া শিক্ষার্থীরা বলেন, “আমরা ৫ আগস্টের পর দেখতে পাচ্ছি যে বিভিন্ন ষড়যন্ত্রমূলক হত্যাকাণ্ড মূলত প্রমাণ করে এই দেশে এখনও আওয়ামী দোসরা বিরাজমান। দেশকে অস্থিতিশীল করার যারা পায়তারা করছে তাদের প্রতিহত করার জন্য ছাত্র সমাগম প্রস্তুত। আমরা এখান থেকে আহ্বান করছি- দ্রুত সময়ের মধ্যে এই পারভেজ হত্যার বিচার করতে হবে।”
আব্দুল্লাহ আল নোমান নামের এক শিক্ষার্থী বলেন, “অহরহ হত্যা আর ধর্ষণের শিকার এই বাংলাদেশের সাধারণ মানুষ। এখনও পর্যন্ত আইন উপদেষ্টা আসিফ নজরুল দৃষ্টান্তমূলক শাস্তি দিতে পারেননি। তাই আমরা তার পদত্যাগের দাবি জানাচ্ছি। ”
শাখাসহ সমন্বয়ক গোলাম রাব্বানী বলেন, “আমরা ২৪ এ আন্দোলন করলেও এই ফ্যাসিবাদ থেকে মুক্তি পাইনি। উপদেষ্টা আসিফ নজরুলকে আহ্বান করছি- এই ধরনের হত্যাকাণ্ডের বিচার দ্রুত কার্যকর করুন।”
সহ সমন্বয়ক তানভীর মন্ডল বলেন, “আমরা ৫ আগস্টের পর আশা করছিলাম বিচারহীন সংস্কৃতি থেকে বেরিয়ে আসবে। কিন্তু দুঃখের বিষয় প্রশাসনের সেইভাবে পদক্ষেপ দেখছি না। বিচারবহির্ভূত হত্যাকাণ্ড অর্থাৎ হত্যাকারী যেই দলের হোক না কেন তাঁদের সর্বোচ্চ শাস্তির দাবি করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।”

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

কম্বাইন্ড ডিগ্রির দাবিতে বাকৃবিতে রেলপথ অবরোধ

Share the post

Share the post আরাফাত হোসাইন ,বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ  প্রতিনিধি :করলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) পশুপালন ও ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থীরা কম্বাইন্ড ডিগ্রির দাবিতে এবার ঢাকা-ময়মনসিংহ রেলপথ অবরোধ করেছেন। বৃহস্পতিবার (২১ আগষ্ট) বেলা ১টায় বিশ্ববিদ্যালয়ের জব্বারের মোড় এলাকায় রেলপথ অবরোধ করেন বিক্ষোভরত শিক্ষার্থীরা। এর আগে সকাল ১১ টা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে কম্বাইন্ড ডিগ্রির দাবিতে […]

চাঁদপুরের কচুয়ায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ

Share the post

Share the postমোঃ সামিরুজ্জামান, ভোলা প্রতিনিধি : ভোলা জেলার চর কুকরী মুকরীতে এডাপটেশন লার্নিং সেন্টারের উদ্যোগে বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে হাঁস পালন বিষয়ক একদিনের প্রশিক্ষণ কর্মশালা। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মাঝে বিতরণ করা হয় খাঁচাসহ হাঁসের বাচ্চা। প্রশিক্ষণে নারী ও পুরুষ সদস্যদের জন্য সহজ পদ্ধতিতে হাঁস পালন, ছোট জায়গায় অধিক সংখ্যক হাঁস পালন, খাদ্য ব্যবস্থাপনা, রোগ প্রতিরোধ, […]