ডা. মোশাররফের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ও সম্পদ দখলের প্রতিবাদে জবি ছাত্রদের দাবি

Share the post
মোঃ হৃদয়, জবি প্রতিনিধি:  সম্প্রতি ঢাকা ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতালের এক চিকিৎসক ডা. মোশাররফ হোসেনের বিরুদ্ধে জোরপূর্বক অন্যের সম্পত্তি দখলের অভিযোগ উঠে এসেছে। একইসঙ্গে অভিযোগ রয়েছে, তিনি নিজের অপকর্ম ঢাকতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেলের বিরুদ্ধে ২০ লাখ টাকা চাঁদাবাজির মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ এনেছেন।
বুধবার (১৬ এপ্রিল) এ ঘটনার পরিপ্রেক্ষিতে ঢাকা ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতালের পরিচালকের বরাবর একটি লিখিত অভিযোগপত্র দেওয়া হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা ডা. মোশাররফ হোসেনের বিরুদ্ধে নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
অভিযোগ পত্রে সাধারণ শিক্ষার্থীরা বলেন, “সম্প্রতি ‘জোরপূর্বক অন্যের সম্পদ দখল করলেন ন্যাশনালের ডাক্তার মোশাররফ হোসেন’ শিরোনামে কয়েকটি পত্রিকা ও অনলাইন পোর্টালে যে সংবাদ প্রকাশিত হয়েছে, তা অত্যন্ত উদ্বেগজনক। এর আগেই অভিযুক্ত ডাক্তার, নিজের অপকর্ম ঢাকতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সম্মানিত আহ্বায়ক এবং দল-মত নির্বিশেষে সকলের প্রিয়ব্যক্তিত্ব মেহেদী হাসান হিমেলের বিরুদ্ধে ‘২০ লক্ষ টাকা চাঁদা দাবির’ যে মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ এনেছেন, তা নিঃসন্দেহে তার ব্যক্তিস্বার্থ হাসিলের নগ্ন চেষ্টা।
তারা আরও বলেন, গত ১৩ এপ্রিল অভিযুক্ত ডাক্তার মোশাররফ বাকি ৪ জন অংশীদারের চিকিৎসা-সংশ্লিষ্ট সরঞ্জাম লুট করে নিয়ে যান। এ ঘটনায় মেহেদী হাসান হিমেলের মামা, ডা. হারিসের অনুরোধে বিষয়টি নিয়ে আলোচনায় গেলে তিনি হিমেলের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ আনেন। অথচ, মেহেদী হাসান হিমেল তার স্বচ্ছতা ও নৈতিকতার প্রমাণ দিয়েছেন এবং যাবতীয় তথ্য-প্রমাণ সংরক্ষণ করেছেন। আমরা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী হিসেবে এই ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং অভিযুক্ত ডাক্তারের উপযুক্ত শাস্তির দাবি জানাই।”
এ বিষয়ে মেহেদী হাসান হিমেল বলেন, “আমার বিরুদ্ধে যে অভিযোগ তোলা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন এবং উদ্দেশ্যমূলক। মূলত ডা. মোশাররফ তার নিজের অনৈতিক কর্মকাণ্ড আড়াল করতেই এই মিথ্যা অভিযোগ এনেছেন। আমি একজন ছাত্র সংগঠক হিসেবে সবসময় গণতন্ত্র, স্বচ্ছতা ও নৈতিকতার পক্ষে কাজ করেছি। আমার সম্মান ক্ষুণ্ণ করার চেষ্টা চলছে। আমি এই ঘটনার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিচ্ছি এবং ইতোমধ্যে সমস্ত তথ্যপ্রমাণ সংরক্ষণ করেছি।”

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

পারবেজ হত্যার প্রতিবাদে জবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

Share the post

Share the post মোঃ হৃদয়, জবি প্রতিনিধি : প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম পারভেজ হত্যার প্রতিবাদে এবং খুনিদের অবিলম্বে গ্রেপ্তার ও বিচারের দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্রদলের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে জবি ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল ও সদস্য সচিব […]

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে জকসু নির্বাচন ও দুর্নীতির প্রতিবেদন প্রকাশে আল্টিমেটাম

Share the post

Share the postমোঃ হৃদয়, জবি প্রতিনিধি:জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রসংসদ (জকসু) নির্বাচনের রোডম্যাপ, নীতিমালা ও গত ১৫ বছরের নিয়োগ প্রক্রিয়ার তদন্ত প্রতিবেদন প্রকাশসহ একাধিক দাবিতে তিন কার্যদিবসের আল্টিমেটাম দিয়েছে ‘জবি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’ ও ‘বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ’। একইসঙ্গে ৯০ কার্যদিবসের মধ্যে বিশ্ববিদ্যালয়ের সার্বিক দুর্নীতি ও অনিয়ম নিয়ে শ্বেতপত্র প্রকাশেরও দাবি জানিয়েছে সংগঠন দুটি। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দুপুরে বিশ্ববিদ্যালয়ের […]