“মার্চ ফর গাজা” কর্মসূচিতে বাস না দেওয়ায় সমালোচনার মুখে মাভাবিপ্রবি প্রশাসন
মো. নজমুল হাসান ভূঁইয়া, মাভাবিপ্রবি প্রতিনিধি: ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে ঢাকায় আয়োজিত “মার্চ ফর গাজা” কর্মসূচিতে অংশগ্রহণের জন্য মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের বাসের আবেদন করলেও শেষ পর্যন্ত প্রশাসনের কাছ থেকে কোনো সাড়া পাননি।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয় ও ডুয়েটসহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় যেখানে শিক্ষার্থীদের জন্য বাসের ব্যবস্থা করেছে, সেখানে মাভাবিপ্রবি প্রশাসনের এই সিদ্ধান্ত শিক্ষার্থীদের মাঝে ক্ষোভের জন্ম দিয়েছে।
বিশ্ববিদ্যালয়ের পরিবহন পরিচালক অধ্যাপক ড. মো. মাহবুবুল বাশার ও ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দের সঙ্গে দেখা করে শিক্ষার্থীরা অন্তত একটি বাসের প্রয়োজনীয়তা তুলে ধরেন। তবে নিরাপত্তা উদ্বেগের কথা উল্লেখ করে প্রশাসন তাতে সম্মতি দেয়নি।
শিক্ষার্থীরা জানান, প্রশাসনের পক্ষ থেকে “দুর্ঘটনা ঘটলে দায় কে নেবে” এমন প্রশ্নও তাদের করা হয়। ফলে শেষ পর্যন্ত শিক্ষার্থীদের ঢাকায় যেতে হয়েছে নিজ খরচে, ভোগান্তি সহ্য করে পাবলিক পরিবহনে।
শিক্ষার্থী তৌকির আহমেদ বলেন, “প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেও একটি বাস ম্যানেজ করতে পারিনি। একসাথে গেলে আমাদের ঐক্য আরও দৃঢ় হতো।”
অধ্যাপক মাহবুবুল বাশার বলেন, “এ ধরনের সিদ্ধান্ত এককভাবে নেওয়া সম্ভব নয়। আমি শিক্ষার্থীদের লিখিত আবেদন দিতে বলেছিলাম, যা পরে আর পাইনি।”
তবে শিক্ষার্থীরা দাবি করেন, ভিসি স্যারের সঙ্গে সরাসরি দেখা করেও যখন কোনো ফল মেলেনি, তখন আর লিখিত আবেদন করা যৌক্তিক মনে করেননি।
এই ঘটনাকে শিক্ষার্থীরা মাভাবিপ্রবির ইতিহাসে “নিন্দনীয়” হিসেবে অভিহিত করেছেন। দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও এ ঘটনায় সমালোচনা করেছেন এবং প্রশাসনের এমন সিদ্ধান্তে হতাশা প্রকাশ করেছেন।